বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও জিয়া পরিবারের অন্যতম সদস্য এ এন এম মাহিদ উদ্দিন ভূঁইয়া হঠাৎ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে পড়লে তাকে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মাহিদ উদ্দিন ভূঁইয়াকে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডঃ ওবায়দুল ইসলাম, বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডঃ মোর্শেদ হাসান খান, ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ শাহ মুহাম্মদ আমান উল্লাহ মেহেদী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমান, ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি এইচ.এম রাশেদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকিসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকার বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী।