:: নাগরিক বিনোদন ::
৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার অস্কারও জিতে নিয়েছে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ (Everything Everywhere All at Once)।
এবারের আসরে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রীসহ সাতটি বিভাগে অস্কার জিতে নিয়েছে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ ছবিটি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়) লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।
এবারের আসরে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছেন কে হুই কুয়ান ও জেইমি লি কুর্তিস। ‘এভিরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তারা দু’জনে এ বছর অস্কার জিতেছেন।
‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে এবার অস্কার জিতে নিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’।
অন্যদিকে সেরা সিনেমাটোগ্রাফিসহ চারটি বিভাগে এবার অস্কার জিতে নিয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ছবিটি। এছাড়া সেরা অরিজিনাল সং বিভাগে অস্কার জিতে নিয়েছে ভারতীয় সিনেমা ‘আরআরআর-এর গান ‘নাটু নাটু’।
এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।
একনজরে একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর
সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’
সেরা অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার, ‘দ্য হোয়েল’ ছবির জন্য
সেরা অভিনেত্রী মিশেল ইয়ো ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য
পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী জেইমি লি কুর্তিস, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য
পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা কে হুই কুয়ান, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য
সেরা পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট, ছবি ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’
সেরা অরিজিনাল সং ‘নাটু নাটু’, ছবি ‘আরআরআর’
সেরা অরিজিনাল স্কোর ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল ‘দ্য হোয়েল’
সেরা কস্টিউম ডিজাইন ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’
সেরা সিনেমাটোগ্রাফি ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
সেরা অরিজিনাল স্ক্রিন প্লে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’
সেরা অ্যাডাপটেড স্ক্রিন প্লে ‘উইমেন টকিং’
সেরা সাউন্ড ‘টপ গান: ম্যাভেরিক’
সেরা ফিল্ম এডিটিং ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’
সেরা প্রোডাকশন ডিজাইন ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’
সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘পিনোচ্চিও’
সেরা ডকুমেন্টারি ‘নাভালনি’
সেরা লাইভ অ্যাকশন শর্টফিল্ম ‘অ্যান আইরিশ গুডবাই’
সেরা ডকুমেন্টারি শর্ট ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’
সেরা অ্যানিমেটেড শর্টফিল্ম ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’
ভারতকে অস্কার এনে দিলো স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভারতের হয়ে অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। গুনিত মোঙ্গা প্রযোজিত তামিল ভাষার ছবিটি সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোয়ন পেয়েছিল।
এই ক্যাটাগরিতে ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’ই অস্কার পাওয়া প্রথম কোনো ভারতীয় তথ্যচিত্র। তথ্যচিত্রটি মূলত একটি অনাথ হাতি শাবককে নিয়ে। এক আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির পরম যত্নে বেড়ে ওঠা নিয়ে সাজানো হয়েছে এর গল্প। ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় তথ্যচিত্রটি।
‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ পরিচালনা করেছেন কার্তিকি গনসালভেস। তথ্যচিত্রটির সাথে মনোনয়ন পেয়ছিল ‘হল আউট’, ‘হাউ ডু ইউ মেজার অ্যা ইয়ার?’, ‘দ্য মারথা মিশেল ইফেক্ট’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’।
অস্কার জিতে নিল ‘নাটু নাটু’
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতা দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’ এবার জিতল অস্কার।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে এবার অস্কার জিতে নিয়েছে ‘নাটু নাটু’ গানটি।