ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

:: নাগরিক নিউজ ডেস্ক ::

পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার এ বছরের দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গত ৫ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায়, সোমাবার এ উপজেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ৪২ দশমিক ৬ এবং চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘ঈশ্বরদীতে আজ এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ।’

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক বলেন, আজ (সোমবার) ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে।

অধিদপ্তরের আবহাওয়া সহকারী ফরমান আলী বলেন, ‘ঢাকার তাপমাত্রা রোববারের সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি থেকে কমে আজ ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের ও এই মৌসুমের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সেদিন থেকে সারা দেশে মাঝারি দাবদাহ তীব্র তাপপ্রবাহে রূপ নেয়।

ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় প্রচণ্ড রোদ ও তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচলও কম।গরমে শিশু ও বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। 

ঈশ্বরদীতে গত ১৫ দিন ধরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা। 

রিকশা ও অটোরিকশা চালকরা গরমে হাঁসফাঁস করছেন। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল দিয়েও পানি উঠছে না। ফলে উপজেলা জুড়ে তীব্র পানি সংকটও দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

এদিকে একটু স্বস্তির আশায় যুবক ও তরুণারা এলাকার সেচের গভীর নলকূপের ঠান্ডা পানিতে গোসল করছেন। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *