:: লালমনিরহাট প্রতিনিধি ::
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
এ সময় শহিদুল (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গোপনে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার দিনগত রাতে উপজেলার শমসেরনগর সীমান্তের মেইন পিলারে কাছে এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার মৃত চেনুমিয়া ছেলে। গুলিবিদ্ধ শহিদুল উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার হেদুল মিয়ার ছেলে।
জানা গেছে, শনিবার দিনগত রাতে বাংলাদেশি চার-পাঁচজন ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রিজ এলাকায় প্রবেশ করে। টের পেয়ে বিএসএফ সদস্যরা তাদের ওপর দুই রাউন্ড গুলি করে। এতে রবিউল ইসলাম মারা যান আর শহিদুলের বামপায়ে গুলিবিদ্ধ হন।
৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম মাহবুবুল আলম খান বলেন, সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে চোরাকারবারির সময় বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। অপরজন আহত হয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে।
বিজিবি, পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৮৬৪ নম্বর মেইন পিলারের শমসেরনগর বেলবাড়ীর ডাঙা এলাকা দিয়ে ৫/৭ জন বাংলাদেশি চোরাই গরু আনতে যায়। এ সময় কোচবিহার মেখলিগঞ্জ ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙারখাতা (চেনাকাটা ক্যাম্প) ক্যাম্পের একটি টহলদল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম নিহত হন। আর শহিদুল ইসলামের বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, শনিবার রাত ১২টার দিকে প্রচুর ঝড়-বৃষ্টির সময় একদল বাংলাদেশি গরু চোরাকারবারি শমসেরনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় গুরু আনতে যায়। এ সময় বিএসএফের গুলিতে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন। অন্য একজন আহত হন। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ লালমনিরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৬১-বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন বলেন, ‘শনিবার মধ্যরাতে ৮৬৪ নম্বর মেইন পিলার এলাকায় গেলে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহলদলের গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার খবর আমরা শুনেছি। আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’