অনেক পুরুষ আছেন যাঁদের ত্বক খুব কোমল। শেভ করার পর গালে গোটা ওঠে, ফুসকুড়ি বেরোয়। সমস্যায় পড়তে হয়। এর কারণ হতে পারে শেভিং ক্রিম কিংবা শেভিং ক্রিম ব্যবহার না করে শেভ করা। গায়ে মাখার সাবান গালে মেখেও শেভ করেন অনেকে। গাল রুক্ষ ও কালচে হয়ে যায়। দেখতে খারাপ লাগে। কিন্তু বাড়িতে শেভিং ক্রিম বানিয়ে ব্যবহার করলে সমস্যা কম হতে পারে।
বাড়িতে বসেই শেভিং ক্রিম তৈরি করবেন যেভাবে জেনে নিন-
শেভিং
ক্রিম বানানোর উপকরণ
১. একটি ময়েশ্চারাইজিং সোপ (ডাভ সাবান হলে ভালো)
২. ১টি সাধারণ গায়ে মাখার সাবান (আইভারি সাবান হলে ভালো)
৩. অলিভ অয়েল
৪. ক্যাস্টর অয়েল
৫. সুইট অরেঞ্জ এসেনশিয়াল অয়েল
৬. অলিভ অয়েল
৭. মেন্থল ক্রিসটালস(দিতে পারেন, নাও দিতে পারেন)
৮. বিশুদ্ধ পানি (মিনারেল ওয়াটার হলে ভালো)
৯. গ্রেটার (আদা বা পিঁয়াজ মিহি করে কাটার জন্য যে গ্রেটার (Grater) ব্যবহার করা হয়, সেরকম একটা গ্রেটার)
১০. স্টেইনলেস স্টিল পট
১১. সিরামিক কফি মাগ
বাড়িতে
শেভিং ক্রিম বানানোর পদ্ধতি
১. একটি বাটিতে ময়েশ্চারাইজিং সাবান ও সাধারণ গায়ে মাখার সাবানকে গুড়ো করে নিন।
২. তাতে মেশান ১ চামচ অলিভ অয়েল ও এক চামচ ক্যাস্টর অয়েল।
৩. পরিমাণ মতো বিশুদ্ধ পানি মেশান।
৪. খুব কম আঁচে ভালো করে গুলতে থাকুন। ঘন পেস্ট তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৫. এরপর সুগন্ধ বাড়াতে তাতে দিন কয়েক ফোঁটা সুইট অরেঞ্জ এসেনশিয়াল অয়েল। দিতে পারেন ল্যাভেন্ডার বা ক্লোভ এসেনশিয়াল অয়েল – যেটা আপনার পছন্দ।
৬. যদি চান দিতে পারেন ১/৪ চা চামচ মেন্থল ক্রিসটালস। মেন্থল ক্রিসটালস দেওয়ার আগে সেটিকে ১/৪ অলিভ অয়েলে ভিজিয়ে রাখুন।
৭. এবার মিশ্রণটি একটি সিরামিক কফি মাগে ঢেলে দিন। ঠান্ডা হয়ে গেলে সুন্দর কোনও কৌটায় ঢেলে রাখুন। শেভিং ক্রিম তৈরি!