:: বগুড়া প্রতিনিধি ::
বগুড়ায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাহিদ হাসান (৩৫) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত আটটায় মালগাম ডাবতলা এলাকায় ঘটনা ঘটে। হামলাকারীরাও স্বেচ্ছাসেবক লীগের কর্মী-সমর্থক বলে জানা গেছে।
নিহত নাহিদ হাসান বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমানের সহচর ছিলেন।
বগুড়া শহরের স্টেডিয়াম ফাঁড়ির পরিদর্শক হরিদাস মণ্ডল বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন রাত আটটার দিকে ধারালো অস্ত্র দিয়ে নাহিদকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের শিকার নাহিদ হাসান বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। আমার সঙ্গেই থাকতেন। বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ তাঁকে কুপিয়ে হত্যা করেছে। সে বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’’
নিহত নাহিদের বন্ধু ভিক্কু বলেন, ‘রাত ৮টার দিকে ডাবতলা এলাকায় সাদাফ ছাত্রাবাসের পিছনে নাহিদসহ ৭/৮ জন মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ স্থানীয় ১০/১২ জন দেশীয় অস্ত্র হাতে এসে বলে কেউ কোনো রকম দৌড়াদৌড়ি করবি না; বলেই জুম্মন এবং কানশা মনির দা দিয়ে নাহিদকে কোপাতে থাকে। এতে নাহিদের হাত, পেট এবং পায়ে গুরুতর জখম হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নাহিদ মারা যান।’
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, ‘এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।’