:: নাগরিক নিউজ ডেস্ক ::
মালির সঙ্গোবিয়া গ্রামের কাছে একটি সাপ্লাই বহরে সড়কের পাশে রাখা একটি বোমা বিস্ফোরণে জাতিসংঘের তিন শান্তিরক্ষী নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের মিনাসমা মিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক আইনে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এমন হামলা যুদ্ধাপরাধ হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পৃথক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিরাপত্তা পরিষদের পক্ষ মালির অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে মিনাসমা মিশনকে সহযোগিতা ও হামলাকারীদের বিচার করার জন্য।
টানা নবম বছর মালিতে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানুয়ারিতে এক প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটির তথ্য অনুসারে, ২০১৩ সাল থেকে দেশটিতে নিহত শান্তিরক্ষীর সংখ্যা ১৬৮ জন।