:: নাগরিক নিউজ ডেস্ক ::
পাকিস্তানের করাচি পুলিশ প্রধানের কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন জঙ্গি। বাকি চারজন পুলিশ ও রেঞ্জার্স সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে করাচির শারিয়া ফয়সাল এলাকায় পুলিশ প্রধানের কার্যালয়ে এ হামলা চালায় বন্দুকধারীরা।
নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করলে তিন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। এছাড়া দুইজন গুলিতে নিহত হয়েছেন। হামলার ঘটনায় রেঞ্জারস (সীমান্তরক্ষী) ও পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন।
প্রায় ৪ ঘণ্টার অভিযানের পর শুক্রবার রাতে পুলিশ প্রধানের কার্যালয় জঙ্গিমুক্ত ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনী।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, হামলার সময় পুলিশ প্রধান করাচিতে ছিলেন না। পুলিশ প্রধানের কার্যালয়ের আশপাশে বেশ কয়েকটি ভবন পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা থাকতেন।
নাম না প্রকাশ করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, হামলাকারীরা পুলিশের ইউনিফর্ম পরে অফিসে প্রবেশ করেছিল।
এ ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, শুধু শোকপ্রকাশ নয়, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, গাড়ি পার্কের পর সন্ত্রাসীরা একটি গ্রেনেড ছুঁড়ে। এটিকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা ভবনের ভেতর ঢুকে পড়ে। এ ছাড়া হামলার পর সব ধরনের নিরাপত্তা প্রতিষ্ঠান পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ৩০ জানুয়ারি পাকিস্তানের পেশোয়ারের পুলিশ লাইনে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলায় ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।