:: নাগরিক প্রতিবেদক ::
রাজধানীর তেজকুনিপাড়ার ‘রোলিং মিল’ বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পায়। ৭টা ৫৯ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৯টি ইউনিট সেখানে পৌঁছায়।
রাত ৮টার কিছু আগে এই আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি নাগরিক নিউজকে জানান, তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, মোহাম্মদপুর স্টেশনের দুটি, হেডকোয়ার্টারের একটি, খিলগাঁওয়ের দুটি ও বারিধারার দুটি মিলে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৭টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট সেখানে কাজ করছে। সাহায্যের জন্য মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে গমন করেছে।
তিনি জানান, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন খবরও আমাদের কাছে আসেনি।