নতুন জুতা পড়া মাত্রই পায়ে ফোসকা সমস্যায় পরেননি এমন মানুষ পাওয়া কঠিন। নতুন জুতা পরলেই বেশির ভাগ সময় দেখা যায় ফোসকা পড়তে।
জেনে নিন নতুন জুতায় ফোসকা সমস্যার সমাধান।
১) নিজের মাপের মাপ অনুযায়ী জুতা কিনুন। পায়ের মাপের থেকে বড় সাইজ জুতা পরলেই পায়ে ফোসকা পড়বে। যখন জুতা কিনবেন, হেঁটে চলে দেখে নিন কোনো অসুবিধা হচ্ছে কিনা।
২) সেন্সিটিভ ত্বক হলে জুতা কিনুন দেখে শুনে। নরম কাপড়ের বা লেদার জুতা বেছে নিন। তাতে ফোসকা পড়ার সম্ভাবনা কম।
৩) পায়ে বেশি ঘাম হলে ফোসকা পড়ার সম্ভাবনা বাড়ে। তাই নতুন জুতা পরার আগে পায়ে সামান্য অ্যান্টিপার্সপিরেন্ট লাগিয়ে নিন।
৪) পায়ে যে সব জায়গায় ফোসকা বেশি হয়, নতুন জুতা পরার আগে ব্যান্ডেড লাগিয়ে নিতে পারেন। তাতে ফোসকার যন্ত্রণায় ভোগার ভয় থাকবে না।
৫) অনেক সময় বুট জাতীয় জুতা পরলেই ফোসকা পড়ে যায়। এমনটা হলে সামান্য তুলা জুতায় ভিতরে ঢুকিয়ে দিন।
৬) নতুন জুতার ভিতরে নারকেল তেল মাখিয়ে রাখুন আগে থেকে। জুতা পরার সময় পায়ের পাতায় ভালো করে নারকেল তেল মেখে নিন। এতে ফোসকা পড়বে না।
৭) নতুন জুতার যে জায়গাগুলো পায়ে লাগলে ফোসকা পড়ে, জুতার সেই জায়গাগুলোতে কালি লাগিয়ে রাখুন।