:: নাগরিক প্রতিবেদন ::
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণ এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এই তথ্য জানান।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে নিউ মার্কেটের চার নম্বর ফটকের সামনে ব্রিফিংয়ে মহাপরিচালক সাংবাদিকদের এসব তথ্য জানান।
আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মো. মাইন উদ্দিন বলেন, সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নির্বাপণে সময় লাগবে। দোকানিদের মালামাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
চার নম্বর গেটের সামনের পদচারী-সেতু গভীর রাতে সিটি করপোরেশনের কর্মীরা ভাঙার কাজ করছিলেন। ব্যবসায়ীদের সন্দেহ, তাঁরা আগুন লাগাতে পারেন—এমন অভিযোগ বিষয়ে মো. মাইন উদ্দিন বলেন, এ বিষয়ে জানা নেই।
ঈদের কেনাকাটা জমে ওঠায় নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীরাও মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। সাহরি খেয়ে যখনই ঘুমাতে যাবেন ঠিক তখনই খবর আসে আগুনের। ব্যবসায়ীরা দ্রুত এসে দোকানের মালামাল বের করার চেষ্টা করেন। তাদের ধারণা, আগুনে প্রায় দেড় হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
ঈদের আগে মার্কেটে লাগা আগুনে নিঃস্ব হয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। কান্নায় চারপাশ ভারি হয়ে উঠেছে।
সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়। বঙ্গবাজারের দোকান পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।
ধোঁয়ায় অসুস্থ ১৯ জন
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ধোঁয়ায় ১৯ জন অসুস্থ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা একজন, ফায়ারফাইটার ১৩ জন, ভলান্টিয়ার দুইজন, আনসার সদস্য দুইজন ও বিমান বাহিনীর একজন সার্জেন্ট।
আজ শনিবার সকাল ৯টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হাসপাতালের সবাই ধোঁয়াজনিত শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের প্রাথমিকভাবে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রিজ ভাঙার কাজ থেকে আগুনের সূত্রপাত: মালিক সমিতির সভাপতি
রাজধানীর নিউ সুপার মার্কেটের মালিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ বলেছেন, সিটি করপোরেশনের লোক রাত ৩টার দিকে ব্রিজ ভাঙার কাজ করছিল। ব্রিজের ওখানে আমাদের কারেন্টের লাইন আছে সেটা তারা খেয়াল করেনি। ওই লাইনের ওপর বুলডোজার চালানোর সময়ই আগুনের সূত্রপাত হয়। তারা কোনো পরিকল্পনা না করে এই ব্রিজ ভাঙার কারণে আজ এ দশা হয়েছে।