করোনার মত মহামারির সময় যে দোয়া পড়বেন

২০ মার্চ, শুক্রবার পর্যন্ত বৈশ্বিক করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৫৪০ জনে দাঁড়িয়েছে। সারা পৃথিবীর কমপক্ষে ১৫২টি দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৯১৫ জন। যার মধ্যে সুস্থ হয়েছে ৮৯ হাজার ৯২২ জন। করোনায় সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ইতালিতে ৩ হাজার ৪০৫ জন। এরপর সবচেয়ে বেশি মারা গেছে চীনে ৩ হাজার ২৪৮ জন।

প্রাণঘাতী করোনাভাইরাসের মত মহামারির হাত থেকে রক্ষা পেতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনাসহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।
[সুনান আবু দাউদ]

ইংরেজি অর্থ: O Allah, I seek your refuge from insanitymutilationleprosy and from all serious illnesses.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ
(তিরমিজি)

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন কোনো এলাকায় মহামারি (সংক্রামক ব্যাধি) ছড়িয়ে পড়ে তখন যদি তোমরা সেখানে থাকো, তাহলে সেখান থেকে বের হবে না। আর যদি তোমরা বাইরে থাকো তাহলে তোমরা আক্রান্ত এলাকায় যাবে না।’ (বুখারি ও মুসলিম)

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *