:: নাগরিক প্রতিবেদন ::
ই-ক্যাবের উইমেন এন্টারপ্রেনার্স ফোরাম’র (উই) ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. শাহিন বলেন, গ্রেফতার মাহফুজা আক্তার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। পাঁচ লাখ টাকা আত্মসাতের মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।
মঙ্গলবার রাত ৮টার দিকে ই-ক্যাবের অনুষ্ঠানস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি বলেন, টাকা পয়সার লেনদেন নিয়ে অর্থনৈতিক আদালতে করা একটি চেক জালিয়াতির মামলায় তার নামে ওয়ারেন্ট জারি হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।