লাভ ইন মেট্রো
-মুহাম্মদ শামীম
ত্রিশ বসন্ত পরে কোন এক বিষন্ন সন্ধ্যায়
তোমার ভীষণ কাছের মানুষের হাতের স্পর্শ,
মেট্টোর হ্যাঙ্গারে পাশাপাশি দু’টি হাত-
আমাদের আর দেখাদেখি হবে না
কথা হবে না কোনদিন জেনেও
মেট্টোর হ্যাঙ্গার পাশাপাশি
দাঁড় করিয়েছে তোমায় আমায়!
এই বিশাল পৃথিবীর পথে প্রান্তরে
জানি আবারও দেখা হবে আমাদের
তুমি না চাইলেও সমান্তরাল রেললাইনের মতো চলবো আমরা;
দেখা হবে, অনুচ্চারিত শব্দের বিনিময়ে
আমরাই পৃথিবীর শেষ স্বপ্নবাজ প্রেমিকযুগল,
যাদের ভালোবাসায় কোন দীর্ঘশ্বাস নেই, অভিমান নেই
জ্যোস্নার বুকে দুঃখবিরোধী গান ছাড়া!
অতঃপর একদিন আবারো মেট্টোয়
তুমি আমি মুখোমুখি হবো;
সময়ের প্রয়োজনে,
তোমার চোখের ভাষা পড়বো বলে!