:: নাগরিক প্রতিবেদন ::
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার ভরাডুবি হয়েছে। অংশগ্রহণকারী সকল প্রার্থীর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন তিনি।
২২৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল প্রতীক) পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। এর বিপরীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন চতুর্থ অবস্থানে থেকে নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে ভোটের ব্যবধান ৯৬ হাজার ৯০৬।
শেষ খবর পাওয়া পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত তৃতীয় অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান। হাতি প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট।
পঞ্চম অবস্থানে থাকা বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব) পেয়েছেন ৭ হাজার ৭৫৬ ভোট। জাসদের শাফিয়ার রহমান (মশাল) পেয়েছেন ৩ হাজার ৯৪৮ ভোট। জাকের পার্টির খোরশেদ আলাম (গোলাপ ফুল) পেয়েছেন ৩ হাজার ৯৪৬ ভোট। খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি) পেয়েছেন ২ হাজার ১৩৯ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি (হরিণ) পেয়েছেন ২ হাজার ৪৪ ভোট।
এবার মেয়র পদে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল বাতেন।
এ নির্বাচনে ৯ মেয়র প্রার্থীসহ মোট ২৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ১৮৩ জন এবং ১১ সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদপ্রার্থী ৬৮ জন।