:: নাগরিক নিউজ ডেস্ক ::
বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সারাহ ক্যাথরিন কুক। তিনি বর্তমান হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হবেন।
সারাহ ঢাকায় এসে দায়িত্ব বুঝে নেবেন আগামী এপ্রিল অথবা মে মাসে। বুধবার (৮ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
সারাহ কুক ২০২০ সাল থেকে যুক্তরাজ্যের বৈদেশিক, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের দক্ষিণ এশিয়াবিষয়ক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তাঞ্জানিয়ার বৃহত্তম ও প্রধান বাণিজ্যিক শহর ডার এস সালামে ব্রিটিশ হাইকমিশনারের দায়িত্ব পালন করেন।
তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ডিএফআইডির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ কারণে বাংলাদেশ আগে থেকেই তার কাছে সুপরিচিত।
এর আগে রবার্ট চ্যাটারটন ডিকসন ২০১৯ সালের নভেম্বরে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। পরে তিনি ২০২০ সালের এপ্রিল মাসে ঢাকায় তার দায়িত্ব বুঝে নেন। দায়িত্বের পূর্ণ মেয়াদ শেষ করে তিনি যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন।