:: নাগরিক প্রতিবেদন ::
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ।সেনাবাহিনীর এই কর্মকর্তার চাকরি প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) রাষ্ট্রপতির উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
ওই আদেশে বলা হয়, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এনএসআইর মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এতে বলা হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ৩১ মার্চ এক প্রজ্ঞাপনে মেজর জেনারেল টি এম জোবায়েরকে এনএসআই থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়। তিনি দীর্ঘ ছয় বছর জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পালন করেন।