বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে ১০ ফ্র্যাঞ্চাইজি

■ ক্রীড়া প্রতিবেদক ■ 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে দশটি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে পুরনো চারটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল ধরে রাখতে আগ্রহ প্রকাশ করেছে। তবে দরপত্র জমা দেওয়ার শেষ দিন বিপিএলের সফল দল ফরচুন বরিশাল দল নিতে আগ্রহ দেখায়নি।

৫ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিসিবিতে আবেদন জমা দেয়ার শেষ সময় ২৮ আগষ্ট। সময় শেষ হওয়ার আগে স্বাভাবিকভাবেই লিখিতভাবে আগ্রহ প্রকাশ করছে প্রতিষ্ঠানগুলো। 

বিপিএলে পুরনো ফ্র্যাঞ্চাইজির মধ্যে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স আসন্ন ডিসেম্বরের আসরে অংশ নিতে দরপত্র জমা দিয়েছে। খুলনা টাইগার্সের সঙ্গে ছিল মাইন্ড ট্রি। তারা এবারও বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। হারলেন গ্রুপের ঢাকা ক্যাপিটালস বিপিএলে থাকতে দরপত্র জমা দিয়েছে।

এছাড়া গত মৌসুমে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সামির কাদের চৌধুরীর এসকিউ স্পোর্টস এবারও চিটাগং কিংস নামে দল নেওয়ার জন্য দরপত্র জমা দিয়েছে।

বাকি ছয়টি ফ্র্যাঞ্চাইজি নতুন। এর মধ্যে রাজশাহী থেকে দল নিতে দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে আছে নাবিল গ্রুপ। রাজশাহী কিংস নামে দল নিতে আগ্রহ দেখিয়েছে দেশ ট্রাভেলস। 

ফরচুন বরিশাল না থাকলেও বরিশাল থেকে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে আকাশবাড়ী হলিডেজ নামের একটি প্রতিষ্ঠান। সিলেট স্ট্রাইকার্স নামে দল নিতে জগলু এন্ড ক্রিকেট উইথ সামি নামের একটি প্রতিষ্ঠান থেকে দরপত্র জমা দেওয়া হয়েছে।

কুমিল্লা থেকে দল নিতে এসএস গ্রুপ দরপত্র জমা দিয়েছে। তারা কুমিল্লা ফাইটার্স নামে দল আনতে চায়। এছাড়া নোয়াখালী থেকে বাংলা মার্ক একটি প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আগ্রহ দেখিয়েছে। 

কিছুদিন আগেই বিপিএলের সম্ভাব্য ১০টি ফ্র্যাঞ্চাইজির তালিকা প্রকাশ করে বিসিবি। যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও কুমিল্লার সাথে প্রথমবারের মতো ছিল নোয়াখালী ও ময়মনসিংহের নাম। জানা গেছে এখনো পর্যন্ত কেউই ময়মনসিংহের জন্য আবেদন করেনি। তবে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে বাংলামার্ক লিমিটেড।

বিপিএলের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত রংপুর রাইডার্স থাকছে আগামী আসরেও। তাদের মালিকানায় থাকবে বসুন্ধরা গ্রুপ। বিপিএলে দেখা যাবে খুলনা টাইগার্সকেও। কয়েক আসরে খেলা মাইনট্রি এবারও আবেদন করেছে। এদিকে টুর্নামেন্টের গত আসরে ব্যাপক সমালোচনা হয়েছে দুর্বার রাজশাহীকে নিয়ে। নতুন মালিকানায় বিপিএলে থাকতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে রাজশাহীর মালিকানা পেতে আবেদন করেছে দেশ ট্রাভেলস। রাজশাহী কিংসের সঙ্গে একটা সম্পৃক্ত ছিল প্রতিষ্ঠানটি। একই ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছে নাবিল গ্রুপও।

বিপিএলের সবশেষ তিন আসরে খেলেছে সিলেট স্ট্রাইকার্স। তাদের মালিকানায়ও পরিবর্তন আসতে পারে। সিলেটের মালিকানার জন্য বিসিবিতে আবেদন জমা দিয়েছে ক্রিকেট উইথ সামি। এখনো হাতে সময় থাকায় আবেদন করার সুযোগ থাকছে। রাত ৯ টায় আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে বিসিবি।

বিপিএলে দল নিতে হলে প্রথম বছরে ২ কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে। ২০২৭ সাল থেকে সেটা আরও ১৫ শতাংশ করে বাড়তে থাকবে। সবমিলিয়ে ৫ বছরে একটি ফ্র্যাঞ্চাইজিকে মোট সাড়ে ১৩ কোটি টাকা ফি জমা দিতে হবে। এ ছাড়া প্রতি আসরের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৬ মাসের জন্য ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। বিপিএলের আগামী আসর থেকে ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশের ৩০ শতাংশ শেয়ার করবে বিসিবি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *