■ নাগরিক প্রতিবেদক ■
সন্ত্রাস দমন আইনের আওতায় সাবেক দুই সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার দুই সংসদ সদস্য হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব গ্রেফতার একটি দীর্ঘমেয়াদি নজরদারির অংশ। কয়েক মাস ধরে রাজধানীর কিছু এলাকায় সন্দেহজনক রাজনৈতিক মিটিং, গোপন বৈঠক ও আর্থিক লেনদেনের তথ্য যাচাই করে আসছিল গোয়েন্দারা।
প্রসঙ্গত, গ্রেফতার তামান্না নুসরাত বুবলী একসময় দলীয় নারী নেতৃত্বে বেশ সক্রিয় ছিলেন এবং তিনি মরহুম সংসদ সদস্য নাসিম ওসমানের পরিবারের সদস্য। অপরদিকে ফয়জুর রহমান বাদলও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দলে সুপরিচিত মুখ।
ডিবি জানিয়েছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে নামগুলো বিস্তারিত প্রকাশ করা হয়নি। তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনে আরও তথ্য জানানো হবে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের গ্রেফতারের ঘটনা অব্যাহত রয়েছে।
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এসব গ্রেফতার দেখানো হচ্ছে।