■ গাজীপুর প্রতিনিধি ■
গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিক্ষার্থী হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। তারা সবাই ইসলামিক ইউনিভাসিটি অব টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গাজীপুরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তৃতীয় বর্ষের ৪৬০ জন শিক্ষার্থী ওই এলাকার ‘মাটির মায়া’ রিসোর্টে ছয়টি বিআরটিসি দোতলা বাস এবং তিনটি মাইক্রোবাস নিয়ে পিকনিকে আসেন। পথে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পৌঁছানোমাত্রই সড়কের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভেল্টেজের লাইনে একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫৭০৩৮) বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলে দুই ছাত্রের মৃত্যু হয়। আহত হয়েছেন অনেকেই। তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
তারা বলেন, ‘পাঁচটি বাস রিসোর্টে চলে যায়। শেষের বাসটি বিদ্যুতায়িত হয়। এ সময় বাস থেকে ধোঁয়া বের হতে থাকলে ছাত্ররা চিৎকার শুরু করেন। আমরা তাদের চিৎকার শুনে বাসের কাছে যাই। এ সময় তিন ছাত্র বাস থেকে বের হওয়ার চেষ্টা করলে তাদের একজনের মৃত্যু হয়। অপর দুইজনকে শুকনো বাঁশ দিয়ে উদ্ধারের চেষ্টা করি। পরে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে সংযোগ বন্ধ করতে বলি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল সংবাদমাধ্যমকে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, যে বাসটি বিদ্যুতায়িত হয়েছে, সেটি নিরাপদে সরিয়ে নেওয়ার পর তারা ওই বাসের ভেতরে গেলে মদের গন্ধ পান। মদের গন্ধের কারণে ওই বাসে তখন ওঠাই যাচ্ছিল না। সাংবাদিকেরা ভিডিও এবং ছবি উঠানোর সময় শিক্ষার্থীরা তাদের মোবাইল ও ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা সাংবাদিকদেরকে আক্রমণ করতে গেলে এলাকাবাসী বাধা দিলে তারা সরে যান।
শিক্ষার্থীরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল কি না এমন প্রশ্নে তিনি বলেন, নেশাগ্রস্ত থাকার বা নেশা করার কোনও প্রশ্নই আসে না। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের শিক্ষকরাও ছিলেন। সাংবাদিকদের সঙ্গে শিক্ষার্থীদের দুর্ব্যবহার করায় তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার পর বলতে পারবো তাদের পক্ষ থেকে মামলা করবে কিনা।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিক্ষার্থীর বর্ণনায় ঘটনার ভয়াবহতা
‘আমাদের বাসটি আগে ছিল, পেছনে ছিল আগুন লাগা বাসটি। আমাদের বাসে সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। পেছনে বড় ভাইদের বাস। রাস্তা সরু থাকায় বাসগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। পেছনের বাস থেকে হঠাৎ করে ডাক চিৎকার করে বলছে, ‘তোমাদের কাছে পানি আছে দ্রুত পানি দাও। আমাদের বাসে আগুন লাগছে। পানি দাও।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিক বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সহপাঠীর মৃত্যু ঘটনার এমন হৃদয়বিদারক বর্ণনা দেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহিদ হাসান শিশির।
তিনি বলেন, তাদের কাছে থাকা বোতলের পানি ছিটাতে থাকেন। এ সময় স্থানীয়রাও তাঁদের সহযোগিতা করে। হঠাৎ করে স্থানীয়রা বলেন, একজন মারা গেছে।
তিনি আরও বলেন, ‘এরপর আশপাশের মানুষ আমাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনে। ওদিকে কী হয়েছে আমরা বলতে পারব না। আমরা হেঁটে, কেউ অটোরিকশা যোগে রিসোর্টে আসি। এখন এখানেই রয়েছি। এর বেশি কিছু বলতে পারব না।’
তদন্ত কমিটি গঠন
এদিকে পিকনিকে গিয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। তবে কত কার্য দিবেসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে সেটি নিশ্চিত করেননি তিনি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ইলেক্ট্রিক বিভাগের বিভাগীয় প্রধান রাকিবুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ আরও দুই জন রয়েছেন।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন। তিনি জানান, আইইউটির তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ও ময়মনসিংহ পল্লী সমিতি-২ মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার।