৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার যুক্ত 

■ নাগরিক প্রতিবেদক ■ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত হয়েছে, মৃত ও অযোগ্য হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন ভোটার বাদ দেওয়া হয়েছে।

রোববার (১০ আগস্ট)  ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তালিকা প্রকাশ করেন।

আখতার আহমেদ বলেন, খসড়া তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত দাবি-দাওয়ার সুযোগ থাকবে। অভিযোগ ও ত্রুটি-বিচ্যুতি সংশোধনের পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসি সচিব জানান, ২০২৫ সালের ২ মার্চ তারিখ পর্যন্ত নিবন্ধিত হিজড়া ভোটার ছিলেন ৯৯৪ জন। তবে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত হালনাগাদ তালিকায় হিজড়া ভোটারের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ২২৪ জন।

সচিব আরও জানান, গত ২ মার্চ ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটার ছিল। বাড়ি বাড়ি গিয়ে চলা হালনাগাদ কার্যক্রমে ৪৫ লাখের বেশি নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে মৃত ও অযোগ্য ভোটার হিসেবে ২১ লাখের বেশি ভোটার বাদ পড়েছে।

অপরদিকে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন। নতুন আইনে নবীন ভোটারদের এক বছর অপেক্ষার বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে।

সারা দেশে খসড়া তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট কর্মকর্তা তা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দিয়েছেন। কারো তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন নিষ্পত্তি শেষে ২৪ আগস্টের মধ্যে সংশোধিত তালিকা চূড়ান্ত করা হবে।

ইসি সচিব জানান, এ বছর আসলে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। ২ মার্চ প্রকাশের পর ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর প্রকাশিত তালিকাগুলো প্রকাশ হবে। 

ইসি সচিব বলেন, ‘সম্পূরক খসড়া আজকে আমাদের অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে তাঁদের যদি কোনো সংশোধনী থাকে, সে ক্ষেত্রে সংশোধনীগুলো আমাদের জানাবেন এবং সে অনুযায়ী আমরা ৩১ আগস্ট এটি চূড়ান্ত করব। এ ছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁদের অন্তর্ভুক্ত করে আরও একটি তালিকা আমরা প্রকাশ করব।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *