টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

■ গাজীপুর প্রতিনিধি ■

গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গুদামে বিস্ফোরণে সৃষ্ট আগুনে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও চারজন ফায়ার ফাইটার দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে।

আহত ব্যক্তিরা হলেন-ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাইম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা ও মো. জয় হাসান। এ ছাড়া ঘটনাস্থলের পাশের দোকানের মালিক বাবু (২০) আহত হন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে আহত কারখানার কর্মকর্তার পরিচয় জানা যায়নি।

টঙ্গীতে রাসায়নিকের গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪ ফায়ার সার্ভিস কর্মীর দুইজনের শরীরের শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘টঙ্গীতে দগ্ধ দুজন ফায়ার ফাইটারের শরীরের শতাভাগ পুড়ে গেছে। আরেকজনের শরীরের ৪২ শতাংশ দগ্ধ।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, অফিসার জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ, ফায়ার ফাইটার নুরুল হুদার ১০০ শতাংশ, শামীম আহম্মদের ১০০ শতাংশ ও জয় হাসানের শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, তিনজনের অবস্থা গুরুতর। তাদের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের গুদামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে গুদামটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এসময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার ফাইটার দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট কাজ করছে।

ঢাকা জোন-০৩ এর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এসময় তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে এক কর্মকর্তা ও তিনজন ফায়ার ফাইটার দগ্ধ হন। এছাড়া গুদামের কয়েকজন কর্মীও দগ্ধ হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় গুদামটিতে প্রথমে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ধোঁয়া বের হওয়ার কারণ ও নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় হঠাৎ গুদামটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ওই কারখানার এক কর্মকর্তা, ফায়ার সার্ভিসের চারজন আপৎকালীন কর্মী, একজন কর্মকর্তাসহ পাঁচজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘গুদামটিতে কেমিক্যাল মজুত করা হতো। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। এ সময় আমাদের এক কর্মকর্তা ও তিন কর্মী আহত হয়েছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *