রাজধানীর পাঁচ স্থানে অবরোধে দিনভর ভোগান্তি

■ নাগরিক প্রতিবেদন ■

পৃথক দাবিতে পাঁচ স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধে ঢাকা হয়ে উঠেছিল দুর্ভোগের নগরী। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে টেকনিক্যাল মোড়, মহাখালীর আমতলী, সায়েন্সল্যাব ও তাঁতীবাজার মোড় অবরোধ করে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সহপাঠী হত্যার বিচার চেয়ে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করে।

এদিকে আজ বিকেল পর্যন্ত অবরোধের পর বৃহস্পতিবার আবারও সায়েন্সল্যাব, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আর তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আগামীকাল বিকেলে তেজগাঁও থানা ঘেরাওয়ের কথা জানিয়েছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকায় অবরোধের ফলে মিরপুর সড়কে (নিউমার্কেট–গাবতলী) যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে সড়ক বন্ধ করে দেন। এতে সায়েন্সল্যাব থেকে নিউ মার্কেট, আজিমপুর, শাহবাগ ও ধানমন্ডি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুপাশে আটকে পড়ে সারি সারি যানবাহন। দীর্ঘসময় অপেক্ষার পরও অবরোধ তুলে না নেওয়ায় অনেকে বাস–সিএনজি–প্রাইভেটকার থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

ট্রাফিক পুলিশের দারুসসালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল বলেন, বাংলা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। অতিরিক্ত সদস্য মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ট্রাফিক বিভাগ। 

ট্রাফিক লালবাগ জোনের অতিরিক্ত উপকমিশনার আমিনুল কবীর তরফদার বলেন, কবি কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টা থেকে তাঁতীবাজার চৌরাস্তা অবরোধ করেন। অবরোধের ফলে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

দুপুর ১টার দিকে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী মহাখালী এলাকায় ১০–১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে তারা সড়ক ছেড়ে দেন। এ ছাড়া বিকেল সোয়া ৩টার দিকে তাঁতীবাজার, সাড়ে ৩টার দিকে টেকনিক্যাল মোড় ও বিকেল সাড়ে ৫টার দিকে সায়েন্স ল্যাব এলাকা থেকে সরে যান শিক্ষার্থীরা।

অপরদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে আজ সকাল সাড়ে ১১টার দিকে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেন তাঁর সহপাঠীরা। বিকেল সোয়া ৪টা পর্যন্ত তাদের অবরোধের কারণে ফার্মগেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। রানা হত্যায় জড়িতদের গ্রেফতাররের দাবিতে আগামীকাল বিকেল ৩টায় তারা তেজগাঁও থানা ঘেরাও করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা

পাঁচ স্থানে অবরোধের কারণে পুরো রাজধানীতেই যানজট ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে দেখা যায়, কোনো গাড়িই এগোচ্ছে না। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *