ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

■ নাগরিক নিউজ ডেস্ক ■

ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়িতে মোট ১১ যাত্রী ছিল। এর মধ্যে ঘটনাস্থলেই ১০ জন মারা যান।

নিহত সাত বাংলাদেশির সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে।

৫নং ওয়ার্ড সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাংলদেশিদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু ও রকি।

একসঙ্গে একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুতে সারিকাইতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তারা। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা।

বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী গাড়িটি।

ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।

ওমান বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির অন্যতম গন্তব্য। অনেক বাংলাদেশি সেখানে কাজ করে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *