রাঙামাটির লংগদুতে বজ্রপাতে নিহত ৪

:: রাঙ্গামাটি প্রতিনিধি ::

রাঙ্গামাটির লংগদু উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এক নারীসহ ৪ জনের মৃত্যু ও ১ জন নিখোজ রয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে উপজেলার আটারক ছড়ায় এক গৃহবধু ও ভাসাইন্যাদম এলাকায় কাপ্তাই হ্রদের ইঞ্জিনচালিত নৌকায় ওপর বজ্রপাত হলে একসাথে ৩ জন নিহত হয়। এই ঘটনায় ৩ জনের লাশ পাওয়া গেলেও বোটচালক এখনো নিখোঁজ রয়েছে।

নিহতরা হলেন- রিনা বেগম (৩৫), জিয়াউল হক (৫০), ওবায়দুল্লাহ (৩০) ও বাচ্চু মিয়া (৩০)। ইঞ্জিনচালিত নৌকার চালক আক্কাস আলী এখনও নিখোঁজ।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মাইনী বাজার থেকে ভাসাইন্যাদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাত হলে ইঞ্জিনচালিত নৌকার ওপরে থাকা চালকসহ ৩ জন নিহত হয় এবং আটারকছাড়া এলাকায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এবিষয়ে দুটি অপমৃত্যু মামলা করা হবে।

লংগদু উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু জানান, শনিবার হাট বাজার দিন শেষে ইঞ্জিনচালিত বোটে করে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়। বজ্রপাতের খবর পাওযার সাথে সাথে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এসব ঘটনায় এ পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বোট চালকের লাশ উদ্ধারের তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে।

তিনি নিহতের ঘটনা দুঃখ প্রকাশ করে বলেন, উপজেলা প্রশাসন থেকে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আটরকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন বলেন, ‘আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিম ভাইয়ের স্ত্রী রিনা বেগম (৩৬) কিছুক্ষণ পূর্বে বজ্রপাত নিহত হয়েছেন।’

ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘মাইনীমুখ থেকে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং একজন পানিতে ডুবে নিখোঁজ আছেন।’

আটরকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন বলেন, ‘আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিম ভাইয়ের স্ত্রী রিনা বেগম (৩৬) কিছুক্ষণ পূর্বে বজ্রপাত নিহত হয়েছেন।’

ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘মাইনীমুখ থেকে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং একজন পানিতে ডুবে নিখোঁজ আছেন।’

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *