লকডাউনে সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘সম্প্রীতি ও সৌহার্দ্য’

:: তাহসিন আহমেদ ::

চলতি বছরের লকডাউনে যখন সমাজের সুবিধাবঞ্চিত মানুষ আয় ও কাজের সুযোগ হারিয়ে অর্থনৈতিকভাবে দুর্দশার মধ্যে দিনযাপন করছে তখন তাদের পাশে দাঁড়িয়ে  অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে ঢাকার বাসাবোকেন্দ্রিক মানবতাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্প্রীতি ও সৌহার্দ্য’।

রমজানের শুরুর দিন থেকে স্বেচ্ছাসেবী সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশু, দিনমজুর ও খেটে খাওয়া মেহনতী মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে।

এই কার্যক্রমের প্রধান ব্যাবস্থাপক ও ক্লিন রিভার বাংলাদেশ ঢাকা দক্ষিনের সমন্বয়কারী মোহাম্মদ আমিমুল এহ্সান খান আহাদ জানান, নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে প্রতিদিন ৫০ জনের বেশি মেহনতী মানুষকে ইফতার বিতরন করা হচ্ছে।

উল্লেখ্য,  মানবতাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্প্রীতি ও সৌহার্দ্য’  পবিত্র রমজান মাসে রোজাদারদের প্রতিদিন ইফতার সামগ্রীতে শরবত, খেজুর, বিরিয়ানী, ডিম খিচুড়ি, মুরগী পোলাওসহ বিভিন্ন খাবার নিজেরা রান্না করে বিতরন করে। এই মহতী উদ্যোগে প্রায় ২০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করে।

শেয়ার করতে

১ thought on “লকডাউনে সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘সম্প্রীতি ও সৌহার্দ্য’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *