■ নাগরিক প্রতিবেদন ■
সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
রোববার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।
বিকেলে ডিবির একটি দল সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। অভিযান শেষে তাকে আটক করা হয়।
সাবের হোসেন চৌধুরী ১৯৯৬ সালে ঢাকা-৬ নির্বাচনী আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে তিনি শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে ৪ জুলাই ১৯৯৬ থেকে ১৯ আগস্ট ২০০১ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্যপদ/টেস্ট মর্যাদা অর্জন করে।
২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি জেনেভা ভিত্তিক ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
সাবের হোসেন চৌধুরী ২০০১-২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। অষ্টম সংসদে তিনি তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন। কিন্তু ২০০৭ সালে সেনা সমর্থিত এক-এগারো সরকার দায়িত্ব নেওয়ার পরে তিনি আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত পেয়েছিলেন।