ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন মারা গেছেন

■ বিনোদন ডেস্ক ■ 

ব্রিটিশ সংগীতশিল্পী ও জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর সাবেক সদস্য লিয়াম পেইন মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫ টায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে ৩১ বছর বয়সে মারা যান তিনি।

পুলিশ জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে গিয়ে মারা যান এই গায়ক। 

হোটেল ম্যানেজার জানিয়েছেন, তিনি হোটেলের পেছনে একটি বিকট শব্দ শুনেছেন। পুলিশ সেখানে পৌঁছে দেখতে পায়, একজন সেখানে বাইরে পড়ে আছেন।

ধারণা করা হচ্ছে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পেইন। এরপর হোটেলের বারান্দা থেকে লাফিয়ে পড়েন। 

গত ২ অক্টোবর আর্জেন্টিনায় একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন গায়ক। এরপর দেশটিতেই অবস্থান করছিলেন তিনি। 

পেইনের মৃত্যুর খবরে সেই হোটেলের বাইরে অসংখ্য ভক্ত ভিড় জমান। গায়কের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। 

হোটেলের বাইরে দাঁড়ানো পিলার বিলিক নামে ২৭ বছর বয়সী এক ভক্ত বলেন, পেইনের মৃত্যুসংবাদে তিনি শোকাহত।

রিয়ালিটি স্টার ও বিজনেসউইম্যান প্যারিস হিলটন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিয়াম পেইনের মৃত্যুতে শোক জানিয়েছেন।

জরুরি স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান অ্যালবার্টো ক্রেসসেন্টি স্থানীয় টিভিকে বলেছেন, পেইনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন আছে।

মাত্র ১৬ বছর বয়সেই ওয়ান ডিরেকশনের অংশ হন পেইন। একাধিক অ্যালবামে হ্যারি স্টাইল, জেইন মালিককে সাথে নিয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০১৬ সালে তাদের ব্যান্ড ভেঙে গেলে এরপর একক পারফর্ম নিয়েই ব্যস্ত থাকতেন এই গায়ক।  ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন পেইন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *