নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬

■ নরসিংদী প্রতিনিধি ■

নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মনোহরদী-শিবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- নরসিংদী সরকারি কলেজের প্রভাষক শিবপুর উপজেলার বৈলাব গ্রামের আবুবকর সিদ্দিক, অটোরিকশার যাত্রী মারুফা বেগম ও চালক শাহিন মিয়া। অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, শিবপুর উপজেলার ইটাখোলা থেকে পণ্যবাহী ট্রাক মনোহরদী উপজেলার দিকে যাচ্ছিল। অন্যদিকে উপজেলার সিএনবি এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়ক দিয়ে কলেজ গেট এলাকার দিকে যাচ্ছিল। সড়কের পঁচারবাড়ি এলাকা অতিক্রমের সময় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা গেছে। এদের মধ্যে একজন নারী ও বাকিরা পুরুষ। আমরা বর্তমানে মরদেহগুলো এবং তাদের পরিচয় উদ্ধারে কাজ করছি।  

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠাবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলার রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় বাসচাপায় সুমা আক্তার (৩০) নামের এক পথচারী নারী নিহত হন। এ সময় তাঁকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসটি উল্টে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। নিহত সুমা আক্তার মাহমুদাবাদ এলাকার মো. হোসেন মিয়ার স্ত্রী।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *