বাফুফের গঠনতন্ত্র সংস্কারের ঘোষণা দিলেন তাবিথ আউয়াল

■ ক্রীড়া প্রতিবেদক ■

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি নির্বাচিত তাবিথ আউয়াল নির্বাচিত হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বাফুফের গঠনতন্ত্র সংস্কারের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা সকলেই একমত যে ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। এই কারণে আমরা শুরুতে গঠনতন্ত্র সংস্কার হাতে নিব। একইসঙ্গে মাঠে খেলার মানটা যেন আরও ওপরের দিকে হয় সেই চেষ্টাও থাকবে।’

এছাড়া ‘মুক্ত পরিবেশে’ নির্বাচনের সাহস দেওয়ার জন্য বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত বাফুফে সভাপতি। তিনি বলেছেন, ‘বিগত জুলাই-আগস্ট মাসে বিপ্লবী ছাত্র-জনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজকে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাই একজন তরুণ, ক্রীড়াপ্রেমী আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। উনার দিকনির্দেশনায় এবং উনার সাহসে আমরা এ রকম একটা ভালো মুক্ত পরিবেশে নির্বাচন করে আগামী দিনের ফুটবলকে আরো ভালো জায়গায় নেয়ার প্রস্তুতি নিচ্ছি।’

গঠনতন্ত্রের কোন অংশে সংস্কারে জোর দেবে নতুন কমিটি, এই প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেছেন, ‘আমরা অনেকগুলো কর্মপরিকল্পনা হাতে নিবো। ইতোমধ্যে আপনারা জানেন আমাদের সিনিয়র সহ-সভাপতি ফেডারেশন সংক্রান্ত একটি ম্যানুয়াল দিয়েছেন। আরো ডকুমন্টে সামনে এনে প্রথম মিটিংয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব।’

গঠনতন্ত্র সংশোধন নিয়ে আরও বললেন, ‘আমরা অনেকগুলো কর্মপরিকল্পনা হাতে নিবো। ইতোমধ্যে আপনারা জানেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা ৩৬০ ডিগ্রি পোগ্রাম আপনাদের সামনে এনেছেন। উনার ডকুমেন্ট সামনে এনে প্রথম মিটিংয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিবো। এবং অবশ্যই আমাদের ফুটবলটাকে এগিয়ে নেওয়াটা হলো মূল লক্ষ্যমাত্রা।’ 

বাফুফের দায়িত্বে চ্যালেঞ্জ মনে হচ্ছে কিন,এমন প্রশ্নের উত্তরে তাবিথ বলেন, ‘ডেলিগেটরা আমাদের যে ছয়জনকে নির্বাচন করেছেন, আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, আর কয়েক ঘণ্টার মধ্যে আমাদের সঙ্গে আরও ১৫ জন যুক্ত হবেন। এই দলটা নিয়ে আমি বিশ্বাস করি, কোনও কাজই চ্যালেঞ্জিং না। প্রত্যেকেই প্র্রত্যেকের চ্যালেঞ্জ মোকাবেলা করবো এবং জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করবো।’

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *