নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

■ টেকনাফ প্রতিনিধি ■

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে যাওয়া ১৫টি নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি বৈদ্যপাড়াসংলগ্ন এলাকা থেকে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, সন্ধ্যায় শাহপরীর দ্বীপের ২০ জেলে মাছ ধরতে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে আরকান আর্মি তাদের মিয়ানমারে দিকে নিয়ে যায়। তারা সবাই বাংলাদেশি এবং টেকনাফের স্থানীয় বাসিন্দা বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ আদনান চৌধুরী জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাদের ফিরিয়ে আনার বিষয়ে বিজিবিকে অবহিত করা হয়েছে। বিজিবি জেলেদের ফিরিয়ে আনার বিষয়ে তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুল গণি বলেন, এর আগে গত ৮ অক্টোবর নাফ নদ থেকে নৌকাসহ বাংলাদেশি পাঁচ জেলেকে ধরে নিয়ে গিয়েছিল। পরে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) তৎপরতায় নৌকাসহ তাঁদের ফেরত দেয় আরকান আর্মি।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় লোকজন ও জেলেদের পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এর আগে সর্বশেষ গত ৯ অক্টোবর সেন্ট মার্টিন দ্বীপ ও মিয়ানমারের মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তার মধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং দুইজন আহত হন।  পরে ১০ অক্টোবর একজনের মরদেহসহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার নৌবাহিনী।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *