আট মাসে কুরআনে হাফেজ ৮ বছরের শিশু ওমর

■ লক্ষ্মীপুর প্রতিনিধি ■

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী আট বছর বয়সী মোহাম্মদ ওমর ফারুক মাত্র ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করেছে।

মোহাম্মদ ওমর ফারুক গত ২০২৩ সালের সেপ্টেম্বরে কোরআন মুখস্থ করা শুরু করে। মাত্র আট মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে সবাইকে অবাক করে সে।

মুহাম্মদ ওমর ফারুকের শিক্ষকরা জানান, সে প্রথমে দুই থেকে তিন পৃষ্ঠা সবক দেওয়া শুরু করে। এরপর কখনো পাঁচ পৃষ্ঠা, আবার কখনো ১০ পৃষ্ঠা করে সবক দিত।

তারা আরও জানান, সবাই যখন বিকেলে খেলাধুলা করত, তখন রুমে বসেই পড়ত মোহাম্মদ ওমর ফারুক। যেদিন হাফেজ হয়, সেদিনও যথারীতি তাকে পড়তে দেখেন তারা।

সে উপজেলার জিয়াউদ্দিন রানার ছেলে।

হাফেজ মুহাম্মদ ওমর ফারুক জানায়, ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করতে পেরে নিজেও খুশি। বড় হয়ে অনেক বড় আলেম হতে চায় সে। দাদির স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানাবেন। মা-বাবাও চেয়েছেন, তাই আমাকে এ মাদ্রাসার হিফ্জ বিভাগে ভর্তি করা হয়। আমি সবার স্বপ্ন পূরণে মনোযোগী ছিলাম। হাফেজ হতে শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন।’ ওমর আরও জানায়, ‘বড় হয়ে যেন বড় আলেম হতে পারি সবাই সে দোয়া করবেন।

মুহাম্মদ ওমর ফারুকের বাবা জিয়া উদ্দিন বলেন, আমি একজন ব্যবসায়ী। আমার ছেলের (ওমরের) মায়ের অনেক আশা ছিল তার ছেলে হাফেজ হবে। সেই ইচ্ছা সে পূরণ করেছে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর প্রতি ও ছেলের শিক্ষকদের প্রতি।

মাদ্রাসার পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন জামিল বলেন, আল্লাহপাক কবুল করেছেন বলেই মাত্র ৮ মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে মুহাম্মদ ওমর ফারুক। এত অল্প সময় কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এটা মাদ্রাসার জন্যও গর্বের।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *