■ নাগরিক প্রতিবেদন ■
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
পিএসসির সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে এ তথ্য।
চিঠিতে বলা হয়েছে, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে। আর আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ২৮ নভেম্বর বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তাতে আবেদন ফি আগের মতো ৭০০ টাকা নির্ধারণ দেখা যায়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ১০০ টাকা। তবে এই বিজ্ঞপ্তির কয়েক ঘণ্টা পরই আবেদন ফি কমানোর ঘোষণা দেয় কমিশন।
পিএসসির পরীক্ষা শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন কমিশন এসে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে। সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় মৌখিক পরীক্ষার নম্বর কমানোর উদ্যোগ নেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসির প্রস্তাব অনুমোদন দিলে এটি বিজ্ঞপ্তি আকারে জারি করা হবে। ৪৪তম বিসিএসে পুনরায় যে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, সেখানে এটি কার্যকর করা হতে পারে।
ওই কর্মকর্তা আরও জানান, এর আগে বলা হয়, একজন প্রার্থী ৩ বার, পরে বলা হয় ৪ বার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন। এটা সাংবিধানিক লঙ্ঘন। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছি স্নাতক শেষ করে একজন প্রার্থী ৩২ বছর পর্যন্ত যতবার অংশগ্রহণের সুযোগ পাবেন ততবারই বিসিএসে অংশ নেবেন। মন্ত্রণালয় থেকে এসব বিষয়ে অনুমোদন আসলে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
প্রার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ নির্ধারণ করে দেওয়া বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৯ (১) ও (২), ২৬, ২৭, ২৮ এবং ২৯ (১) ও (২) এর সঙ্গে সাংঘর্ষিক। তাই বয়সসীমা শেষ না হওয়া পর্যন্ত সুযোগ দিতে চায় পিএসসি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, প্রেষণ ও পদোন্নতি বিভাগের একজন কর্মকর্তা জানান, পিএসসির প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। আলোচনা করে তাতে অনুমোদন দেওয়া হতে পারে।
৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭, আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টায়, শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।