চট্টগ্রাম ইপিজেডে কার্টন কারখানায় অগ্নিকাণ্ড

■ নাগরিক প্রতিবেদন ■ 

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) ইউনিটি এক্সেসরিজ নামের এক কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইপিজেড বেপজা গেটের সামনে ১ নম্বর রোডে এই অগ্নিকান্ড ঘটে। রাত সাড়ে আটটার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

চট্টগ্রাম সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আটটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। ইউনিটি এক্সেসরিস লিমিটেড নামের কারখানার চতুর্থ তলায় আগুন লাগে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ছয়তলা ভবনের চার তলায় আগুনে সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন অন্য ফ্লোরে ছড়াতে পারেনি। চার তলায় আগুন সীমাবদ্ধ রয়েছে। আগুন নেভার পর পর্যালোচনার পর কত টাকার ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা হবে।

রাত ৮টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, চারটি ফায়ার স্টেশনের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। কোনো হতাহতের খবর নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, যখন কারখানায় আগুন লাগে পাঁচতলা ভবনের চতুর্থ তলায় কার্টন ফ্যাক্টরিটি তখনো খোলা ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে কর্মীরা সবাই নিরাপদে বের হয়ে যান। তবে হুড়িহুড়িতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। ওই ভবনে থাকা অন্যান্য কারখানা ও অফিসের লোকজনও নিরাপদে বের হতে পেরেছেন।

ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান জানান, ফায়ার সার্ভিস স্টেশন কাছে থাকায় তারা দ্রুত আসতে পেরেছেন। তাই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে তদন্ত ছাড়া সুনির্দিষ্টভাবে আগুন লাগার কারণ বলা যাবে না।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *