আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

■ ক্রীড়া প্রতিবেদক ■

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলো সাকিব আল হাসানের বোলিং। টানা দুইবার পরীক্ষা দিয়েও ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় এই নিষেধাজ্ঞার মুখে পড়লেন তিনি।

জানা যায়, চেন্নাইয়ে বোলিং পরীক্ষায় সাকিবের কনুই ২৫ ডিগ্রি বা তার বেশি ভেঙেছে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী একজন বোলার সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত তার কনুই বাঁকাতে পারবেন।

গতবছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তখন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইংলিশ ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে। বোলিং অ্যাকশন বৈধ প্রমাণের জন্য তাকে পরীক্ষা দিতে বলা হয়।

গত ডিসেম্বরের শুরুর দিকে প্রথমবার যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। এবার ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও একই ফল জুটেছে সাকিবের ভাগ্যে।

এর ফলে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগপর্যন্ত আর বোলিং করতে পারবেন না সাকিব। তবে শুধু ব্যাটার হিসেবে আন্তর্জাতিক এবং অন্য সব ধরনের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।

বোলিংয়ে ফিরতে প্রথমে পরীক্ষা দিয়েছেন বার্মিংহামে। সেখানে ফলাফল আসেনি পক্ষে। গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায়ও সাকিব আল হাসান ব্যর্থ হয়েছেন।

এক বছর পর ফের আইসিসি স্বীকৃত পরীক্ষাগার থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে বোলিংয়ে আর কোনো বাধা থাকবে না।

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী, কোনো বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর দুই বছরের মধ্যে আরেকবার নিষিদ্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি পরের এক বছর বোলিং করতে পারবেন না। এমনকি ওই এক বছরের মধ্যে অ্যাকশন শোধরানোর পরীক্ষাও আর দিতে পারবেন না।
 
নিয়ম অনুযায়ী আইসিসি মনোনীত কোনো সেন্টারে পরীক্ষা দিয়ে অ্যাকশনের বৈধতার ছাড়পত্র না নেওয়া পর্যন্ত সাকিব ঘরোয়া ক্রিকেট ছাড়া অন্য কোথাও বোলিং করতে পারবেন না। তবে বোলিং অ্যাকশন ঠিক করার জন্য কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু যখন তার মনে হবে অ্যাকশনে আর সমস্যা নেই, তিনি তখন আইসিসি অনুমোদিত কোনো সেন্টারে অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন।

নিয়ম অনুযায়ী, যদি নির্দিষ্ট কোনো ডেলিভারিতে সমস্যা থাকে তাহলে ওই ডেলিভারি বাদ দিয়ে বল করে যেতে পারবেন তিনি। পরীক্ষায় ত্রুটি ধরা পড়া সে ডেলিভারি শোধরানোর আগ পর্যন্ত তিনি ম্যাচে তার প্রয়োগ করতে পারবেন না। ম্যাচে যদি ত্রুটিপূর্ণ ডেলিভারিটি করেন, তাহলে এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হবেন।

আগামীকাল (১২ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। সাকিবের এই বোলিং পরীক্ষায় পাস করতে না পারায় স্কোয়াডে থাকা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশার।

আগামীকাল আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড পাঠাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা দলগুলোকে। যদিও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছেমতো পরিবর্তন আনতে পারবে। তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হবে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। এ টুর্নামেন্টের জন্য অংশগ্রহণকারী দলগুলোকে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড আগামীকালের (১২ জানুয়ারি) মধ্যে আইসিসির কাছে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের শেষ দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের দল চূড়ান্ত করে জমা দেবে।  

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে মূলত দুজন ক্রিকেটারকে নিয়ে ধন্দে ছিলেন নির্বাচকরা। এর মধ্যে তামিম ইকবাল শুক্রবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, ‘অবৈধ’ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানকে আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হচ্ছে না।

এর আগে সাকিব গত বছর ভারত সফরের সময়ই জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। কিন্তু বিভিন্ন বিতর্ক এবং বিশেষ করে স্বৈরাচার এবং গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সংশ্লিষ্টতার কারণে অনেকেই তাকে জাতীয় দলে দেখতে চাননি। এর ফলে সাকিবের সেই ইচ্ছা আর পূরণ হয়নি।  

শুধু ব্যাটার হিসেবে সাকিবকে স্কোয়াডে নেওয়ার সম্ভাবনাও ক্ষীণ। বিসিবি হয়তো আগামীকাল সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে। যদিও আইসিসি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রেখেছে। তবে এ সময়ের মধ্যে সাকিব তার বোলিং অ্যাকশনের সমস্যা সমাধান করতে পারবেন কি না, তা অনিশ্চিত।  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’ তে। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *