ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ গ্রেফতার ৪

■ নাগরিক প্রতিবেদক ■ 

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বনানীর ১৭ নম্বর সড়ক থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, জুতা, পরিচয়পত্র, তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বুধবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।

গ্রেফতারকৃতদের মধ্যে দুই সেনা সদস্যকে বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজন হলেন—শেরপুরের শ্রীবরদি উপজেলার মৃত রুস্তম আলী শেখের ছেলে সালাম শেখ (৩৬) ও গাজীপুরের কালীগঞ্জের প্যাট্টিক পরিমল রোজারিওর ছেলে সাইবেল জন সাভার রোজারিও (৫৫)। তাঁদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, জুতা, পরিচয়পত্র, তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

ওসি বলেন, গতকাল মঙ্গলবার রাতে মগবাজার এলাকায় ডাকাতি করার জন্য একটি দল বনানী ১৭ নম্বর সড়ক এলাকায় প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বনানী থানার টহল দল তাঁদের গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সেনা সদস্যসহ তিনজন পালিয়ে যায়। গ্রেফতার দুই সেনা সদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, আটক দুই সেনা সদস্যকে সেনা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *