ইসলাম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী

■ ক্রীড়া প্রতিবেদক ■

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ক্রিকেট বিশ্লেষক ও ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর মিরপুরের দারুসসালাম শাহী মসজিদে তিনি আনুষ্ঠানিকভাবে এ ধর্ম গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওই মসজিদের খতিব ও ইসলামী আলোচক আব্দুল হাই সাইফুল্লাহ। তিনি দেব চৌধুরীকে শাহাদাহ (ইসলাম ধর্ম বিশ্বাসের ঘোষণাপত্র) পড়ান।

শাহাদাহ পাঠের আগে দেব চৌধুরী বলেন, ‘আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি আরবি পড়তে পারি না। তবে আমার রুমে তিনটি বাংলা ট্রান্সলেটেড কুরআন আছে।’

শাহাদাহ পাঠের পর উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন।

তার এ ধর্ম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘ইসলামে স্বাগতম দেব চৌধুরী। আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনার পথচলা সহজ করে দিন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমিন।’

দেব চৌধুরী সবশেষ অলরাউন্ডার নামের একটি ক্রীড়া বিষয়ক অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ক্রিকেট বিশ্লেষক হিসেবে সরব উপস্থিতি রয়েছে তার।

দেব চৌধুরীর এই সিদ্ধান্ত বাংলাদেশি ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কী হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কী প্রভাব ফেলবে, তা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *