ঘরে একবার ছারপোকার দৌরাত্ম্য শুরু হলে বালিশ, বিছানা, আসবাবপত্রের বারোটা বাজে। তাই অবহেলা না করে শিগগির ছারপোকা তাড়ানোর ব্যবস্থা করুন। এই পোকা স্বাস্থ্যকর নয়। কীভাবে ছারপোকার হাত থেকে নিস্তার পাবেন?
জেনে নিন ছারপোকার হাত থেকে নিস্তার পাবার উপায় সম্পর্কে।
১) যে জায়গায় ছারপোকা আছে, সেখানে সামান্য ল্যাভেন্ডার অয়েল স্প্রে করে দিন। প্রত্যেকদিন এটি স্প্রে করতে পারলে আরো ভালো। দেখবেন, কয়েকদিনের মধ্যে সব ছারপোকা দূর হয়ে গেছে।
২) এক লিটার পানিতে ঘন করে ডিটারজেন্ট মিশিয়ে নিন। মিশ্রণটি স্প্রে করলে সব ছারপোকা মরে যাবে।
৩) ছারপোকা তাড়ানোর জন্য অ্যালকোহল খুব ভালো কাজ দেয়। ছারপোকা আক্রান্ত জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন। আস্তে আস্তে আপনার বাড়ি ছেড়ে পালাবে ছারপোকার দল।
৪) ছারপোকা বেশি উত্তাপ সহ্য করতে পারে না। তাই তোশক-বালিশ রোদে ফেলে রাখুন। ছারপোকার অত্যাচার আর সহ্য করতে হবে না।
৫) বাড়িতে যাতে ছারপোকা না হয়, তার জন্য নিয়মিত ঘর পরিষ্কার রাখুন। বিশেষ করে নাগালের বাইরের জায়গাগুলি নিয়মিত পরিষ্কার করুন।