ডাকসু নির্বাচন: বাকেরকে সমর্থন জানিয়ে সরে গেলেন মাহিন

■ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ■

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন সরে দাঁড়িয়েছেন আরেক প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক।

ডাকসু নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সাধারণ সম্পাদকের (জিএস) মনোনয়ন ফরম নেওয়ার পর গত ১৮ আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এ প্যানেল থেকে ভিপি বা সহ-সভাপতি পদে লড়ছেন ‘স্বাধীন বাংলা ছাত্র সংসদ’র আহ্বায়ক জামাল উদ্দীন খালিদ।

মাহিনের ভাষ্য, গণঅভ্যুত্থানের সব শক্তির ঐক্য ধরে রাখার জন্য তিনি ভোট থেকে সরে দাঁড়ালেন। জানা গেছে, তিনি এনসিপিতে ফিরে যেতে পারেন।

সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, আবু বাকের মজুমদার গণঅভ্যুত্থানের অগ্রসেনানী, আমার স্নেহের ছোট ভাই। সে যদি বিজয়ী হতে পারে; সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। আমি আমার শুভাকাঙ্ক্ষী সব শিক্ষার্থীকে আহ্বান করছি, আবু বাকের মজুমদারকে জিএস পদে নির্বাচিত করুন।

তিনি আরও বলেন, যেহেতু এখন প্রার্থিতা প্রত্যাহার সুযোগ নেই; সেহেতু ব্যালটে আমার নাম থাকবে। তবে আমি আহ্বান জানাই, আপনারা বাকের মজুমদারকে নির্বাচিত করুন সেটি আমার বিজয় বলে সূচিত হবে। তাই, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আবু বাকের মজুমদারকে বিজয়ী করুন। গণঅভ্যুত্থানের শক্তিকে সুসংহত করুন।

কৃতজ্ঞতা প্রকাশ করে বাকের বলেন, মাহিন ভাইয়ের সঙ্গে আমার ২০২৪ সালের ৯ জুন লাইব্রেরীর সামনে পরিচয় হয়। তিনি আমাকে বলেন, যেকোনো মূল্যে আন্দোলন সফল করতে হবে। এরপর গণঅভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন। আজকেও তিনি তার পূর্ববর্তী কার্যক্রমের ধারা বজায় রেখেছেন। আমি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। সবার পরামর্শ ছিল; আমরা যেন একত্রে মুভ করি। এ জায়গায় মাহিন ভাই বড় মনের পরিচয় দিয়েছেন।

এদিকে গণঅভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা ও ঐক্যের চিন্তা থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে মাহিন সরকার বলেন, ‘আসন্ন ডাকসু নির্বাচনে গণ-অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা এবং গণঅভ্যুত্থানের শক্তিকে সুসংহত করার জন্য করার দায়িত্ব সবার রয়েছে।শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য প্রয়োজন।’

মাহিন সরকার আরও বলেন, ‘যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে, তাহলে যে কারও চেয়ে শিক্ষার্থীদের প্রতি তাঁরা বেশি দায়বদ্ধতা অনুভব করবেন। আবু বাকের মজুমদার গণ-অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি জিএস পদে নির্বাচিত হতে পারেন, সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমার সমর্থন আমি আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।

ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্যানেলের নাম ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’। এ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী হয়েছেন বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। আর জিএস পদে লড়ছেন বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *