■ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ■
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
শুক্রবার (০৩ অক্টোবর) তাৎক্ষণিকভাবে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাড়ে ৯টার দিকে চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন বলে তার সঙ্গে থাকা আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন।
হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী (১২তম ব্যাচ)। তার গ্রামের বাড়ি ভোলায়।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, হাসিবুর রহমানকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর হৃৎস্পন্দন ছিল খুবই সামান্য। সঙ্গে সঙ্গে তাঁর ইসিজি করা হয়, তাতে তাঁর হৃৎস্পন্দন সম্পূর্ণ সমান্তরালে আসে। আমরা ধারণা করছি, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, হাসিবের আকস্মিক মৃত্যুর সংবাদ শোনার পরপর তারা হাসপাতালে যান। তার এমন মৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যায় না।
রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তাঁর খিঁচুনি ওঠে এবং পরে হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
বিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা একসাথে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে হাসিবুর। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক হাসিবুরকে মৃত ঘোষণা করেন।
তার সঙ্গে থাকা আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে রাতের খাওয়া-দাওয়ার সময় হঠাৎ হাসিব অস্বস্তি বোধ করার কথা বলেন। পানি চাওয়ার পরপরই চেয়ার থেকে পড়ে যান। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হলেও লাভ হয়নি।
এদিকে তাকে দেখতে ঢাকা ন্যাশনাল মেডিকেলে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম।
শুক্রবার (০৩ অক্টোবর) রাত ১১টার দিকে হাসিবুর রহমানকে শেষবারের মতো দেখতে আসেন তিনি।
রাতে পরে জানাজার জন্য ক্যাম্পাসে নিয়ে আসা হয় হাসিবের মরদেহ। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমও এতে অংশ নেন।