রামপুরায় বাসে আগুন, পল্লবী থানার পাশে ককটেল বিস্ফোরণ 

■ নাগরিক প্রতিবেদক ■

রাজধানীর রামপুরার বিটিভি ভবনের উল্টাপাশে ইউলুপের নিচে পার্কিং করা ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ১০টার দিকে বাসে আগুনের সংবাদ পাই। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো সংবাদ আসেনি আমাদের কাছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি জানান, হাতিরঝিল থানা এলাকায় একটি ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত নেই। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এটি নাশকতা না অন্য কিছু সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ উপস্থিত রয়েছে।

এদিকে স্থানীয় লোকজন জানান, কে বা কারা আগুন দিয়েছে। হঠাৎ আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল জানান, রামপুরা এলাকায় পার্কিং করা বাসে আগুনের খবর পেয়ে থানা থেকে একটি দল যায়। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে একটি বাস পার্কিং করা ছিল। তবে বাসে আগুন লাগার কারণ জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে।

পল্লবী থানার পাশে ককটেল বিস্ফোরণ 

রাজধানীর পল্লবী থানার বিপরীত পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে একজন মোটরসাইকেল আরোহী সামান্য আহত হয়েছেন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী, তা উদ্ঘাটনের কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশের একটি সূত্রে জানা যায়, থানার বিপরীত পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আসাদ।

তিনি বলেন, আমাদের থানার বিপরীত পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে তা সঠিক বলতে পারবো না। আমি তো থানার ভেতরে ছিলাম। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *