:: নাগরিক প্রতিবেদন ::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের সামনেই লালবাগ আওয়ামী লীগের সম্মেলনে দফায় দফায় হাতাহাতি হয়েছে।
মাইকে বারবার নির্দেশ দেওয়া হলেও থামেনি বিশৃঙ্খলা। বক্তব্য দিতে উঠে বিশৃঙ্খলা দেখে হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, লাফালাফি, বাড়াবাড়ি করবেন না। নির্বাচনের ১৪ মাস বাকি অথচ শোডাউন দিয়ে শক্তি প্রদর্শন শুরু করেছেন। আপনারা কেউ সংসদ সদস্য (এমপি) হতে পারবেন না, নেতা হতে পারবেন না।
মঙ্গলবার রাজধানীর লালবাগের নবাবগঞ্জ পার্কে লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।
রাজধানীর জনগণের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা কষ্ট করছেন। এ কষ্ট আমাদের সৃষ্টি নয়। আজকে জীবনযাত্রার মান, আজকের টেনশন জ্বালানির দাম সারা বিশ্বে বেড়ে গেছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এ সংকটকে আরও প্রকট করেছে।
শেখ হাসিনা বিভিন্নভাবে চেষ্টা করছেন। চিন্তা করবেন না, বাংলাদেশে এমন কোনো সংকট হবে না। আগামী দিনগুলো ভালোই যাবে, এখনই স্বস্তির দিকে ফিরে যাচ্ছি। আমি জনগণকে বলবো, আপনারা বঙ্গবন্ধু কন্যার প্রতি বারবার আস্থা রেখেছেন। এ সংকট বেশি দিন থাকবে না, দুর্দিন চলে যাবে। আবার সুদিন আসবে। আমি আপনাদের অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি যোগ করেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সমাবেশে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইন সম্পাদক নাজিবুল্লাহ হিরু, কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।