ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্টে হামলা

■ ফরিদপুর প্রতিনিধি ■ 

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ব্যান্ড তারকা জেমসের কনসার্টে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। বহিরাগতের হামলায় এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্কুল চত্বরে নগর বাউলের সংগীত পরিবেশনের কথা ছিল। তবে জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে চায়। তখন বাধা দেওয়ায় ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেওয়ার চেষ্টা করে তারা। পরে স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধের বিক্ষুব্ধরা সরে যেতে বাধ্য হয়। পরে রাত দশটার দিকে আয়োজক কমিটির আহবায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠান বাতিল করা হলো বলে ঘোষণা করেন।

রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম বলেন, “ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠানটি বাতিল করা হলো।”

বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ কমিটির আহবায়ক রাজীবুল হাসান খান বলেন, ‘জেমসের অনুষ্ঠানটি সাকসেস করার জন্য আমাদের সকল প্রস্তুতি ছিল, কিন্তু কেন কী কারণে কারা হামলা করল, বুঝতে পারলাম না। আমাদের স্কুলের কমপক্ষে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন ইটের আঘাতে।’

তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি আমরা।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় এবং উদযাপন পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, শপথবাক্য পাঠ ও ব্যানার, ফেস্টুন, ঘোড়ার গাড়িসহ সুসজ্জিত আনন্দ শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণের মধ্যে দিয়ে শুরু হয় দুদিনব্যাপী অনুষ্ঠানমালা।

শুক্রবার  রাতে র‌্যাফেল ড্র,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও নির্ধারিত ব্যান্ড- সংগীত শিল্পী জেমসের পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হওয়ার কথা বর্ণাঢ্য এ আয়োজন।

ফরিদপুর জেলাস্কুল ১৮৫ বছর আগে ১৮৪০ সালে যাত্রা শুরু করে। শুরু থেকেই এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, আন্দোলন ও সংগ্রামে এ স্কুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কালের পরিক্রমায় মর্যাদা ও গৌরবে আজও এ বিদ্যালয়টি এ অঞ্চলের একটি সেরা বিদ্যালয় হিসেবে তার স্বকীয় ভাবমূর্তি বজায় রেখেছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *