স্থগিত হওয়া জকসু নির্বাচন ৬ জানুয়ারি

■ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ■

খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট বিশেষ পরিস্থিতির কারণে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামী ৬ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জবি উপাচার্য বলেন, আজকের জকসু নির্বাচন পিছিয়ে আগামী ৬ জানুয়ারি করা হয়েছে। বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। 

সকালে নির্বাচন শুরুর আগ মুহূর্তে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর জরুরি সিন্ডিকেট সভার আয়োজন করে নির্বাচন স্থগিত করা হয়। পরে নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেন। যদিও শেষ পর্যন্ত আজ আর নির্বাচন হচ্ছে না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে ৩৪ পদে ১৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২১ পদে ১৫৬ এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী ছাত্রী হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থীর নাম প্রকাশ করা হয়। প্রাথমিক তালিকা থেকে ৪২ জনকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের ৩৮ এবং হল সংসদের ৪ জন রয়েছেন।

জকসুর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে ভিপি (সহসভাপতি) পদে ১৩, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ ও এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

‎এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে ৪, শিক্ষা ও গবেষণা পদে ৯, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭, ক্রীড়া সম্পাদক পদে ৭, পরিবহন সম্পাদক পদে ৪, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ এবং সদস্য পদে ৫৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

‎ছাত্রী হলে ১৩ পদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৩, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২, সংস্কৃতি সম্পাদক পদে ৪, পাঠাগার সম্পাদক পদে ২, ক্রীড়া সম্পাদক পদে ২, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ৩, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে ৪ এবং ৪টি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *