অতিরিক্ত সচিব পদে ১২৪ কর্মকর্তার পদোন্নতি

■ নাগরিক প্রতিবেদক ■ 

যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১২৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই পদোন্নতিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তাদের মূল হিসাবে বিবেচনা করা হয়েছে।

২০তম ব্যাচের মোট কর্মকর্তা ২৯১ জন। এরমধ্যে ১২৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। বঞ্চিত হয়েছেন ১৬৭ জন। মার্জ হওয়া ইকনোমিক ক্যাডার থেকে পদোন্নতি পেয়েছেন ১৫ জন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৬ জনের জিও পরবর্তীতে জারি করা হবে। তারা দেশের বাইরে অথবা লিয়েনে কর্মরত থাকায় যোগদানের পর জিও জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া ইতিপূর্বে বঞ্চিত বিভিন্ন ব্যাচের ১৪ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে ২০তম ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব পদে পদোন্নতির লক্ষে তথ্য চাওয়া হয়। বিগত সরকারের পতনের পর সেই উদ্যোগ কিছুটা থমকে যায়। এরপর ২০২৫ সালের এপ্রিল মাস থেকে পর্যায়ক্রমে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভায় কর্মকর্তাদের তথ্যাদি যাচাই-বাছাই করা হয়। সেই থেকে প্রায় ১৮ মাস পরে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তারা। জারি করা পদোন্নতির জিওতে বলা হয়েছে-পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 

অতিরিক্ত সচিব পদে ১২৪ পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারাদের নাম

শেখ মতিয়ার রহমান (৬২৬৭), ড. সৈয়দা নওশিন পর্ণিনী (৬৪৩৭), মো. শাহ আলম (৬৪৮৪), মো. আজিজুল ইসলাম (৬৪৯১), মো. আকনুর রহমান পিএইচডি (৬৬৩১), মুহাম্মদ এনাম চৌধুরী (৬৬৩৫), মো. জাহাঙ্গীর আলম (৬৬৩৬), মো. রাহেদ হোসেন (৬৬৪৩), মো. জহিরুল ইসলাম (৬৬৪৮), মোহা. আলমগীর হোসেন (৬৬৬৫), আরিফ আহমেদ (৬৬৬৭), খোন্দকার আনোয়ার হোসেন (৬৬৭০), মো. মশিউর রহমান (৬৬৭২), জামিল আহমেদ (৬৬৭৩), ড. আহমেদ উল্লাহ, এফসিএমএ (৬৬৭৪), রাজা মো. আব্দুল হাই (৬৬৭৬), ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ (৬৬৭৭), মো. মোতাহার হোসেন (৬৬৭৯), বাবর আলী মীর (৬৬৮০), ড. জিয়াউদ্দিন আহমেদ (৬৬৮৫), মো. ইউসুফ আলী (৬৬৯১), মো. আব্দুল্লাহ আল-মামুন (৬৬৯২), মো. আবদুল্লাহ হারুন (৬৬৯৩), মোহাম্মদ সানাউল হক (৬৭০১), মো. শাওগাতুল আলম (৬৭০২), মো. মনিরুজ্জামান মিঞা (৬৭০৩), মোহাম্মদ আবুল হাশেম (৬৭০৪), মু. জসীম উদ্দিন খান (৬৭০৫), খোন্দকার মো. নাজমুল হুদা শামিম (৬৭০৬), এমএম আরিফ পাশা (৬৭০৮), মো. নজরুল ইসলাম (৬৭০৯), মো. মোস্তফা জামান (৬৭১৩), আলতাফ হোসেন সেখ (৬৭১৫), খলিল আহমেদ (৬৭১৮), কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম (৬৭২০), মুহম্মদ নূরে আলম সিদ্দিকী (৬৭২২), শামিম সুলতানা (৬৭২৪), মো. সাইদুর রহমান (৬৭২৫),  মো. নায়েব আলী (৬৭২৬), মো. আসাদুজ্জামান (৬৭২৭), মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (৬৭৩০), নাহিদ সুলতানা মল্লিক (৬৭৩৯), ড. মো. লুৎফর রহমান (৬৭৪১), মো. শফিকুল ইসলাম (৬৭৪২), মোসা. সুরাইয়া বেগম (৬৭৪৫), মোহাম্মদ আবু নঈম (৬৭৪৯), এস. এম. হুমায়ুন কবির সরকার (৬৭৫১), আলেয়া খাতুন (৬৭৫৬), শিবির বিচিত্র বড়–য়া (৬৭৬১), মোহাম্মদ হাবীবুর রহমান  (৬৭৬৩), মোহাম্মদ নূরুল্লাহ নূরী (৬৭৬৯), আবু ইউসুফ মো. রেজাউর রহমান (৬৭৭১), মো. আনোয়ারুল ইসলাম (৬৭৭৫), মো. আব্দুর রশিদ (৬৭৭৬), সালমা সিদ্দিকা মাহতাব, এনডিসি (৬৭৭৯), আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, এনডিসি (৬৭৮৩), ফেরদৌসী আখতার (৬৭৮৬), দিল আফরোজা (৬৭৮৭), মুহাম্মদ শাহাদাত হোসাইন (৬৭৯৪), মোহাম্মদ শামীম সোহেল (৬৭৯৬), হাবিবুন নাহার (৬৮০০), কে. এম. আলী আযম (৬৮০২), মোসা. ফেরদৌসী বেগম (৬৮০৫), মোহা. আব্দুর রফিক (৬৮১০), তাহমিনা ইয়াসমিন (৬৮১৩), ড. সাদিয়া শারমিন (৬৮১৪), ড. জিন্নাত রেহানা (৬৮১৮), শাহীনা ফেরদৌসী (৬৮২১), ড. রোকসানা তারান্নুম (৬৮২২), রায়না আহমদ (৬৮২৪), শামিমা বেগম (৬৮২৮), মোহাম্মাদ আজাদ ছাল্লাল (৬৮৩৩), মোসাম্মাৎ জোহরা খাতুন (৬৮৩৪), রাহিমা আক্তার (৬৮৩৫), সাহানা (৬৮৪০), মুহাম্মদ আব্দুল হাই আল-মাহমুদ (৬৮৪৬), মো. লাল হোসেন (৬৮৫৪), ড. মো. গোলাম আজম (৬৮৫৭),  এস এম মাসুদুল হক (৬৮৫৯), এ এস এম মুস্তাফিজুর রহমান (৬৮৬২), এসএম শাহীন পারভেজ (৬৮৬৪), নাসরিন জাহান (৬৮৭৩), খেনচান (৬৮৮০), হাসান মাহমুদ (৬৮৮৭), আবুল হাসনাত মোহাম্মদ আনোয়ার পাশা (৬৮৯২), এ কে এম তারেক (৬৯০১), খাদিজা নাজনীন (৬৯০৭), মোহাম্মদ মনিরুল ইসলাম (৬৯২৬), ড. দেলোয়ার হোসেন (২০৩৫৮), মো. সোহেলুর রহমান খান (২০৩৬৪), মীর আহমেদ তারিকুল ওমর (২০৩৬৫), শাহ ইমাম আলী রেজা (২০৩৬৯), শায়লা শার্মিন জামান (২০৩৭১), তাহেরা হক (২০৩৭৩), রাহনুমা নাহিদ (২০৩৭৫), মাছুমা আকতার (২০৩৭৬), মো. গোলাম মোছাদ্দেক (২০৩৭৯), কাজী মোখলেছুর রহমান (২০৩৮৩), মো. শাহীনুর রহমান (২০৩৮৪), মো. সালাহউদ্দিন আহাম্মদ (২০৩৮৭), মো. সামীমুজ্জামান (২০৩৮৯), ফররুখ আহম্মদ (২০৩৯১), মো. মিজানুল হক (২০৩৯৫), শাহনাজ বেগম নীনা (৭৬৯৬), রাশেদা জামান (৭৬৯৮), ওয়াহিদা সুলতানা (৭৬৯৯), মো. জাহাঙ্গীর আলম (৭৭২৭), ড. মো. আশরাফুজ্জামান (৭৭৫২), এসএম আহসানুল আজিজ (৭৭৫৩), মো. মাহমুদ কবীর (৭৭৫৫), এ কে এম মকসুদুল আরেফীন (৭৭৫৮), ড. মো. মশিউর রহমান (৭৭৬২), মো. সারওয়ার উদ্দীন খান (৭৭৬৩), মো. মীর হোসেন (৭৭৬৬), মোহাম্মদ শাহীন, এনডিসি (৭৭৬৭), মো. মাসুদ আলম (৭৭৮৮), আ স ম আশরাফুল ইসলাম, এনডিসি (৭৭৯০)।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *