:: নাগরিক নিউজ ডেস্ক ::
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ করা আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের ৫১ বছরের মধ্যে ২৩ বছর সরকারের নেতৃত্ব দিয়েছে।
প্রতিষ্ঠাকালে মওলানা আবদুল হামিদ খান ভাসানী দলটির সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং কারাবন্দি শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। পরের সম্মেলনেই সাধারণ সম্পাদক হন তরুণ নেতা শেখ মুজিব।
ভাসানী ১৯৫৭ সালে দল ছেড়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হন মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ।১৯৬৬ সালে ষষ্ঠ সম্মেলনে শেখ মুজিবকে করা হয় দলের সভাপতি।
আওয়ামী লীগের ৭৩ বছরের যাত্রাপথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের সভাপতি পদে ছিলেন চারবার।
প্রথম সম্মেলন: ২৩ ও ২৪ জুন ১৯৪৯
সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শামসুল হক। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান।
দ্বিতীয় সম্মেলন: ১৪ থেকে ১৬ নভেম্বর ১৯৫৩
সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান।
তৃতীয় সম্মেলন: ২১ থেকে ২৩ অক্টোবর ১৯৫৫
সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান।
চতুর্থ সম্মেলন: ৭ ও ৮ ফেব্রুয়ারি ১৯৫৭
সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান।
বিশেষ সম্মেলন: ১৩ ও ১৪ জুন ১৯৫৭
মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান।
পঞ্চম সম্মেলন: ৬ ও ৮ মার্চ ১৯৬৪
সভাপতি: মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান।
ষষ্ঠ সম্মেলন: ১৮ থেকে ২০ মার্চ, ১৯৬৬
সভাপতি: শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক: তাজউদ্দীন আহমদ।
সপ্তম সম্মেলন: ১৯ আগস্ট, ১৯৬৭
সভাপতি: শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক: তাজউদ্দীন আহমদ।
অষ্টম সম্মেলন: ৪ জুন, ১৯৭০
সভাপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক: তাজউদ্দীন আহমদ।
নবম সম্মেলন: ৭ ও ৮ এপ্রিল, ১৯৭২
সভাপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান।
দশম সম্মেলন: ১৮ থেকে ২০ জানুয়ারি, ১৯৭৪
সভাপতি: এ এইচ এম কামারুজ্জামান, সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান।
১১তম সম্মেলন: ৩ ও ৪ এপ্রিল, ১৯৭৭
আহ্বায়ক: সৈয়দা জোহরা তাজউদ্দীন। তবে, এর আগে ১৯৭৬ সালে দল পুনরুজ্জীবনের পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মহিউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দা সাজেদা চৌধুরী দায়িত্ব পালন করেন।
১২তম সম্মেলন: ৩ থেকে ৫ মার্চ, ১৯৭৮
সভাপতি: আবদুল মালেক উকিল, সাধারণ সম্পাদক: আবদুর রাজ্জাক।
১৩তম সম্মেলন: ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৯৮১
সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: আবদুর রাজ্জাক। রাজ্জাক বহিষ্কৃত হলে সৈয়দা সাজেদা চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন।
১৪তম সম্মেলন: ১ থেকে ৩ জানুয়ারি, ১৯৮৭
সভাপতি: শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক: সৈয়দা সাজেদা চৌধুরী।
১৫তম সম্মেলন: ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, ১৯৯২
সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান।
১৬তম সম্মেলন: ৬ ও ৭ মে, ১৯৯৭
সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান।
১৭তম সম্মেলন: ২৬ ডিসেম্বর, ২০০২
সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: আবদুল জলিল।
১৮তম সম্মেলন: ২৪ জুলাই ২০০৯
সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: সৈয়দ আশরাফুল ইসলাম।
১৯তম সম্মেলন: ২৯ ডিসেম্বর ২০১২
সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: সৈয়দ আশরাফুল ইসলাম।
২০তম সম্মেলন: ২২-২৩ অক্টোবর, ২০১৬
সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: ওবায়দুল কাদের।
২১তম সম্মেলন: ২০-২১ ডিসেম্বর, ২০১৯
সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: ওবায়দুল কাদের।
২২তম সম্মেলন: ২৪ ডিসেম্বর, ২০২২
সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: ওবায়দুল কাদের।