জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প

:: নাগরিক নিউজ ডেস্ক ::

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানে।

সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ভূমিকম্পের খবর পাওয়া গেছে; যা হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রদেশের কিছু অংশে অনুভূত হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, আমরির পূর্ব উপকূলে অন্তত ২০ কিলোমিটার (১২.৫ মাইল) গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে আছে হোক্কাইডো ও ইওয়াতে এলাকাও।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, জাপানের হোক্কাইডো অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্প অনুভূত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

https://www.youtube.com/watch?v=8a5w63Jgziw

গত মাসের ২৫ তারিখেও ওই অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছিল। হোক্কাইডো দ্বীপের পূর্ব দিকে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রাও ছিল ৬ দশমিক ১। ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর আর্থ সায়েন্স অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স (এনআইইডি) অনুসারে, সেই ভূমিকম্পটি ৬১ কিলোমিটার (৩৮ মাইল) গভীরে নেমুরো উপদ্বীপে আঘাত হানে।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। সুনামি সতর্কতা এখনও জারি করা হয়নি। গত মাসের শেষেও জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। 

তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যমিছিলের পর আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে। চলতি মাসেই একাধিক দেশের একাধিক বড় শহরে ভয়াবহ কম্পন অনুভূত হয়েছে। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *