২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা

:: নাগরিক প্রতিবেদন ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৩০০ সংসদীয় আসনের মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসন ফাঁকা রাখা হয়েছে। এই আসন দুটিতে বর্তমানে সংসদ সদস্য যথাক্রমে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় পার্টির নেতা সেলিম ওসমান। 

২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, দীপু মণি মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেয়া হয়েছে গোপালগঞ্জ-৩ আসন, নোয়াখালী-৫ আসনে থাকছেন ওবায়দুল কাদের। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এমন সংসদ সদস্যদের মধ্যে থেকে বাদ পড়েছেন সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর-৩), সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান (জামালপুর-৪), সাবেক পুলিশ প্রধান নুর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), এনামুল হক (রাজশাহী-৪), হাজী মোহাম্মদ সেলিম (ঢাকা-৭), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর (চাঁদপুর-১)।

এছাড়াও ২০২০ সালে করোনাভাইরাস মহামারী আকার ধারণের সময় উপনির্বাচনে জয়ী ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিনকেও মনোনয়ন দেয়া হয়নি। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। ক্রিকেটার সাকিব আল হাসান মনোনয়ন পেয়েছেন মাগুরা ১ আসনে। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনেন ৩ হাজার ৩৬২ জন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪ হাজার ২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। সে হিসাবে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগেরবারের চেয়ে ৬৬১টি কম বিক্রি হয়েছে।

আজ দিনের প্রথম ভাগে দলের সব মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে কথা বলেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

আসনপ্রার্থীর নাম
পঞ্চগড়-১নাইমুজ জামান ভুইয়া
পঞ্চগড়-২নুরুল ইসলাম সুজন
ঠাকুরগাঁও-১রমেশ চন্দ্র সেন
ঠাকুরগাঁও-২মাজহারুল ইসলাম
ঠাকুরগাঁও-৩ইমদাদুল হক
দিনাজপুর-১মনোরঞ্জন শীল গোপাল
দিনাজপুর-২খালিদ মাহমুদ চৌধুরী
দিনাজপুর-৩ইকবালুর রহিম
দিনাজপুর-৪আবুল হাসান মাহমুদ আলী
দিনাজপুর-৫মোস্তাফিজুর রহমান ফিজার
দিনাজপুর-৬শিবলী সাদিক
নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার
নীলফামারী-২আসাদুজ্জামান নূর
নীলফামারী-৩গোলাম মোস্তফা
নীলফামারী-৪জাকির হোসেন বাবু
লালমনিরহাট-১মোতাহার হোসেন
লালমনিরহাট-২নুরুজ্জামান আহমেদ
লালমনিরহাট-৩মতিয়ার রহমান
রংপুর-১রেজাউল করিম
রংপুর-২ আহসানুল হক চৌধুরী
রংপুর-৩তুষার কান্তি মন্ডল
রংপুর-৪টিপু মুনশি
রংপুর-৫রাশেক রহমান
রংপুর-৬শিরীন শারমিন চৌধুরী
কুড়িগ্রাম-১আছলাম হোসেন সওদাগর
কুড়িগ্রাম-২জাফর আলী
কুড়িগ্রাম-৩ সৌমিত্র পান্ডে
কুড়িগ্রাম-৪বিপ্লব হাসান
গাইবান্ধা-১আফরোজা বারী
গাইবান্ধা-২মাহাবুব আরা বেগম গিনি 
গাইবান্ধা-৩উম্মে কুলসুম স্মৃতি
গাইবান্ধা-৪আবুল কালাম আজাদ  
গাইবান্ধা-৫মাহমুদ হাসান রিপন
জয়পুরহাট-১সামছুল আলম দুদু 
জয়পুরহাট-২আবু সাঈদ আল মাহমুদ স্বপন
বগুড়া-১শাহাদারা মান্নান শিল্পী
বগুড়া-২তহিদুল রহমান মানিক
বগুড়া-৩সিরাজুল ইসলাম খান
বগুড়া-৪রেজাউল করিম তানসেন
বগুড়া-৫মজিবুর রহমান
বগুড়া-৬রাগেবুল আহসান রিপু
বগুড়া-৭মো.  মোস্তফা
চাঁপাইনবাবগঞ্জ-১সামিল উদ্দিন আহমেদ শিমুল
চাঁপাইনবাবগঞ্জ-২জিয়াউর রহমান
চাঁপাইনবাবগঞ্জ-৩আব্দুল ওদুদ
নওগাঁ-১সাধন চন্দ্র মজুমদার
নওগাঁ-২শহিদুজ্জামান সরকার
নওগাঁ-৩সৌরেন্দনাথ চক্রবর্তী
নওগাঁ-৪নাহিদ মোরশেদ
নওগাঁ-৫নিজাম উদ্দিন জলিল
নওগাঁ-৬আনোয়ার হোসেন হেলাল
রাজশাহী-১ওমর ফারুক চৌধুরী 
রাজশাহী-২মোহাম্মদ আলী
রাজশাহী-৩আসাদুজ্জামান আসাদ
রাজশাহী-৪আবুল কালাম আজাদ
রাজশাহী-৫আব্দুল ওয়াদুদ
রাজশাহী-৬শাহরিয়ার আলম
নাটোর-১শহিদুল ইসলাম বকুল
নাটোর-২শফিকুল ইসলাম শিমুল
নাটোর-৩জুনাইদ আহমেদ পলক
নাটোর-৪সিদ্দিকুর রহমান পাটোয়ারী
সিরাজগঞ্জ-১তানভীর শাকিল জয়
সিরাজগঞ্জ-২জানাত আরা হেনরী
সিরাজগঞ্জ-৩আব্দুল আজিজ
সিরাজগঞ্জ-৪শফিকুল ইসলাম
সিরাজগঞ্জ-৫আব্দুল মমিন মন্ডল
সিরাজগঞ্জ-৬চয়ন ইসলাম
পাবনা-১শামসুল হক টুকু
পাবনা-২আহমেদ ফিরোজ কবীর
পাবনা-৩মকবুল হোসেন
পাবনা-৪গালিবুর রহমান শরিফ
পাবনা-৫গোলাম ফারুক খন্দকার প্রিন্স
মেহেরপুর-১ফরহাদ হোসেন
মেহেরপুর-২আবু সালেহ
কুষ্টিয়া-১সরওয়ার জাহান বাদশা
কুষ্টিয়া-২ঘোষিত হয়নি
কুষ্টিয়া-৩মাহবুবউল আলম হানিফ
কুষ্টিয়া-৪সেলিম আলতাফ জর্জ
চুয়াডাঙ্গা-১সোলায়মান হক জোয়ার্দ্দার 
চুয়াডাঙ্গা-২আলী আজগার টগর
ঝিনাইদহ-১আব্দুল হাই
ঝিনাইদহ-২তাহজীব আলম সিদ্দিকী
ঝিনাইদহ-৩সালাউদ্দিন সিরাজী
ঝিনাইদহ-৪আনোয়ারুল আজীম
যশোর-১শেখ আফিল উদ্দিন
যশোর-২তৌহিদুজ্জামান
যশোর-৩কাজী নাবিল আহমেদ
যশোর-৪এনামুল হক বাবু
যশোর-৫স্বপন ভট্টাচার্য্য
যশোর-৬শাহীন চাকলাদার
মাগুরা-১সাকিব আল হাসান 
মাগুরা-২বীরেন শিকদার
নড়াইল-১কবিরুল হক
নড়াইল-২মাশরাফি বিন মর্তুজা
বাগেরহাট-১শেখ হেলাল উদ্দীন
বাগেরহাট-২শেখ তন্ময়
বাগেরহাট-৩হাবিবুন নাহার
বাগেরহাট-৪এইচ এম বদিউজ্জামান সোহাগ
খুলনা-১ননি গোপাল মন্ডল
খুলনা-২শেখ সালাহউদ্দিন জুয়েল
খুলনা-৩এসএম কামাল হোসেন
খুলনা-৪আব্দুস সালাম মুর্শেদী
খুলনা-৫নারায়ন চন্দ্র চন্দ
খুলনা-৬মো. রশিদুজ্জামান
সাতক্ষীরা-১ফিরোজ আহম্মেদ স্বপন
সাতক্ষীরা-২মো. আসাদুজ্জামান বাবু
সাতক্ষীরা-৩আ. ফ. ম. রুহুল হক 
সাতক্ষীরা-৪এস এম আতাউল হক
বরগুনা-১ধীরেন্দ্র দেবনাথ শম্ভু
বরগুনা-২সুলতানা নাদিরা
পটুয়াখালী-১আফজাল হোসেন
পটুয়াখালী-২আ. স. ম. ফিরোজ
পটুয়াখালী-৩এসএম শাহাজাদা
পটুয়াখালী-৪মহিববুর রহমান
ভোলা-১তোফায়েল আহমেদ 
ভোলা-২আলী আজম  
ভোলা-৩নুরুন্নবী চৌধুরী শাওন  
ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব
বরিশাল-১আবুল হাসনাত আবদুল্লাহ
বরিশাল-২তালুকদার মোহাম্মদ ইউনুস
বরিশাল-৩খালেদ হোসাইন
বরিশাল-৪ড. শাম্মী আহমদ
বরিশাল-৫জাহিদ ফারুক শামীম  
বরিশাল-৬হাফিজ মল্লিক
ঝালকাঠি-১বজলুল হক হারুন 
ঝালকাঠি-২আমির হোসেন আমু
পিরোজপুর-১শ ম রেজাউল করিম
পিরোজপুর-২কানাই লাল বিশ্বাস
পিরোজপুর-৩ আশরাফ হক
টাঙ্গাইল-১আব্দুর রাজ্জাক ভোলা
টাঙ্গাইল-২তানভীর হাসান ছোট মনির
টাঙ্গাইল-৩আমিরুল হাসান খান
টাঙ্গাইল-৪মাজহারুল ইসলাম তালুকদার
টাঙ্গাইল-৫মামুনুর রশিদ
টাঙ্গাইল-৬আহসানুল ইসলাম টিটু
টাঙ্গাইল-৭খান আহমেদ শুভ
টাঙ্গাইল-৮ অনুপম শাজাহান জয়
জামালপুর-১নুর মোহাম্মদ 
জামালপুর-২ ফরিদুল হক খান
জামালপুর-৩মির্জা আজম
জামালপুর-৪মাহবুবুর রহমান
জামালপুর-৫আবুল কালাম আজাদ
শেরপুর-১ আতিউর রহমান আতিক
শেরপুর-২মতিয়া চৌধুরী
শেরপুর-৩শহিদুল ইসলাম
ময়মনসিংহ-১জুয়েল আরেং  
ময়মনসিংহ-২শরীফ আহমেদ
ময়মনসিংহ-৩নিলুফার আনজুম
ময়মনসিংহ-৪মোহাম্মদ মোহিত উর রহমান
ময়মনসিংহ-৫আব্দুল হাই আকন্দ 
ময়মনসিংহ-৬মোসলেম উদ্দিন
ময়মনসিংহ-৭হাফেজ রুহুল আমিন মাদানী
ময়মনসিংহ-৮আব্দুস সাত্তার
ময়মনসিংহ-৯আব্দুস সালাম
ময়মনসিংহ-১০ফাহমী গোলন্দাজ বাবেল
ময়মনসিংহ-১১কাজিম উদ্দিন আহম্মেদ
নেত্রকোনা-১মোস্তাক আহমেদ রুহী
নেত্রকোনা-২আশরাফ আলী খান খসরু
নেত্রকোনা-৩অসীম কুমার উকিল
নেত্রকোনা-৪সাজ্জাদুল হাসান আহমদ হোসেন
নেত্রকোনা-৫আহমদ হোসেন
কিশোরগঞ্জ-১জাকিয়া নূর লিপি
কিশোরগঞ্জ-২আব্দুর কাহার আকন্দ
কিশোরগঞ্জ-৩মো. নাসিরুল ইসলাম খান
কিশোরগঞ্জ-৪রেজওয়ান আহাম্মদ তৌফিক
কিশোরগঞ্জ-৫আফজাল হোসেন
কিশোরগঞ্জ-৬নাজমুল হাসান পাপন
মানিকগঞ্জ-১মো. আব্দুস সালাম
মানিকগঞ্জ-২মমতাজ বেগম
মানিকগঞ্জ-৩জাহিদ মালেক
মুন্সিগঞ্জ-১মহিউদ্দিন আহমেদ 
মুন্সিগঞ্জ-২সাগুফতা ইয়াসমিন এমিলি
মুন্সিগঞ্জ-৩মৃণাল কান্তি দাস
ঢাকা-১সালমান এফ রহমান
ঢাকা-২কামরুল ইসলাম
ঢাকা-৩নসরুল হামিদ 
ঢাকা-৪সানজিদা খানম
ঢাকা-৫হারুনুর রশিদ মুন্না
ঢাকা-৬সাঈদ খোকন
ঢাকা-৭সোলাইমান সেলিম
ঢাকা-৮আ ফ ম বাহাউদ্দীন নাছিম
ঢাকা-৯সাবের হোসেন চৌধুরী
ঢাকা-১০ফেরদৌস আহমেদ
ঢাকা-১১ওয়াকিল উদ্দিন
ঢাকা-১২আসাদুজ্জামান খান কামাল
ঢাকা-১৩জাহাঙ্গীর কবির নানক
ঢাকা-১৪মাইনুল হোসেন খান নিখিল
ঢাকা-১৫কামাল আহমেদ মজুমদার
ঢাকা-১৬ইলিয়াস উদ্দিন মোল্লাহ্
ঢাকা-১৭মোহাম্মদ আলী আরাফাত
ঢাকা-১৮মোহাম্মদ হাবিব হাসান
ঢাকা-১৯এনামুর রহমান
ঢাকা-২০বেনজীর আহমেদ
গাজীপুর-১আ. ক. ম. মোজাম্মেল হক
গাজীপুর-২জাহিদ আহসান রাসেল
গাজীপুর-৩রুমানা আলী
গাজীপুর-৪সিমিন হোসেন রিমি
গাজীপুর-৫মেহের আফরোজ চুমকি
নরসিংদী-১মোহাম্মদ নজরুল ইসলাম
নরসিংদী-২আনোয়ারুল আশরাফ খান
নরসিংদী-৩ফজলে রাব্বী খান
নরসিংদী-৪নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
নরসিংদী-৫ রাজিউদ্দিন আহমেদ রাজু
নারায়ণগঞ্জ-১গোলাম দস্তগীর গাজী
নারায়ণগঞ্জ-২নজরুল ইসলাম বাবু
নারায়ণগঞ্জ-৩আব্দুল্লাহ আল কায়সার 
নারায়ণগঞ্জ-৪শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৫ঘোষিত হয়নি
রাজবাড়ী-১কাজী কেরামত আলী
রাজবাড়ী-২জিল্লুল হাকিম
ফরিদপুর-১আব্দুর রহমান
ফরিদপুর-২শাহদাব আকবর চৌধুরী লাবু
ফরিদপুর-৩শামীম হক
ফরিদপুর-৪কাজী জাফর উল্লাহ
গোপালগঞ্জ-১ফারুক খান  
গোপালগঞ্জ-২শেখ ফজলুল করিম সেলিম
গোপালগঞ্জ-৩শেখ হাসিনা
মাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরী
মাদারীপুর-২শাজাহান খান
মাদারীপুর-৩আবদুস সোবহান গোলাপ
শরীয়তপুর-১ইকবাল হোসেন অপু
শরীয়তপুর-২এ কে এম এনামুল হক শামীম
শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক
সুনামগঞ্জ-১রনজিত চন্দ্র সরকার
সুনামগঞ্জ-২চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ
সুনামগঞ্জ-৩এম এ মান্নান
সুনামগঞ্জ-৪মো. সাদিক
সুনামগঞ্জ-৫মুহিবুর রহমান মানিক
সিলেট-১আবুল কালাম আব্দুল মোমেন 
সিলেট-২শফিকুর রহমান চৌধুরী 
সিলেট-৩হাবিবুর রহমান
সিলেট-৪ইমরান আহমদ
সিলেট-৫মাসুক উদ্দিন আহমেদ
সিলেট-৬নুরুল ইসলাম নাহিদ
মৌলভীবাজার-১শাহাব উদ্দিন  
মৌলভীবাজার-২শফিউল আলম চৌধুরী
মৌলভীবাজার-৩মোহাম্মদ জিল্লুর রহমান 
মৌলভীবাজার-৪আব্দুস শহীদ
হবিগঞ্জ-১ডা. মো. মুশফিক হোসেন চৌধুরী
হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরিফ
হবিগঞ্জ-৩ আবু জাহির
হবিগঞ্জ-৪মাহবুব আলী
ব্রাহ্মণবাড়িয়া-১বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন
   ব্রাহ্মণবাড়িয়া-২শাহজাহান আলম সাজু
ব্রাহ্মণবাড়িয়া-৩উবায়দুল মোকতাদির চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া-৪আনিসুল হক
ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ফয়জুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৬ এ. বি. তাজুল ইসলাম
কুমিল্লা-১ইঞ্জি. আব্দুস সবুর
কুমিল্লা-২সেলিমা আহমাদ
কুমিল্লা-৩ইউসুফ আবদুল্লাহ হারুন
কুমিল্লা-৪রাজী মোহাম্মদ ফখরুল
 কুমিল্লা-৫আবুল হাশেম খান
 কুমিল্লা-৬আ ক ম বাহাউদ্দিন
কুমিল্লা-৭প্রাণ গোপাল দত্ত
কুমিল্লা-৮আবু জাফর মো. শফিউদ্দিন
কুমিল্লা-৯তাজুল ইসলাম
কুমিল্লা-১০আ হ ম মোস্তফা কামাল
কুমিল্লা-১১মুজিবুল হক মুজিব
চাঁদপুর-১ ড. সেলিম মাহমুদ
চাঁদপুর-২মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
চাঁদপুর-৩দীপু মনি
চাঁদপুর-৪ মুহম্মদ শফিকুর রহমান
চাঁদপুর-৫রফিকুল ইসলাম
ফেনী-১আলাউদ্দিন আহমেদ চৌধুরী 
ফেনী-২নিজাম উদ্দিন হাজারী
ফেনী-৩আবুল বাশার
নোয়াখালী-১ এইচ. এম. ইব্রাহিম
নোয়াখালী-২মোরশেদ আলম
নোয়াখালী-৩মামুনুর রশীদ কিরন
নোয়াখালী-৪মোহাম্মদ একরামুল করিম চৌধুরী
নোয়াখালী-৫ওবায়দুল কাদের
নোয়াখালী-৬মোহাম্মদ আলী
লক্ষ্মীপুর-১আনোয়ার হোসেন খান
লক্ষ্মীপুর-২নুর উদ্দিন চৌধুরী নয়ন
 লক্ষ্মীপুর-৩গোলাম ফারুক পিংকু
লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী
চট্টগ্রাম-১মাহবুব উর রহমান
চট্টগ্রাম-২খাদিজাতুল আনোয়ার 
চট্টগ্রাম-৩মাহফুজুর রহমান
চট্টগ্রাম-৪এসএম আল মামুন
চট্টগ্রাম-৫মো. আব্দুস সালাম 
চট্টগ্রাম-৬এ. বি. এম. ফজলে করিম চৌধুরী
চট্টগ্রাম-৭মোহাম্মদ হাছান মাহমুদ
চট্টগ্রাম-৮নোমান আল মাহমুদ
চট্টগ্রাম-৯মহিবুল হাসান চৌধুরী নওফেল
 চট্টগ্রাম-১০মো. মহিউদ্দিন বাচ্চু
চট্টগ্রাম-১১ এম. আবদুল লতিফ
চট্টগ্রাম-১২মোতাহেরুল ইসলাম চৌধুরী 
চট্টগ্রাম-১৩সাইফুজ্জামান চৌধুরী
চট্টগ্রাম-১৪নজরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-১৫আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন 
চট্টগ্রাম-১৬মোস্তাফিজুর রহমান চৌধুরী
কক্সবাজার-১সালাউদ্দিন আহমেদ
কক্সবাজার-২আশেক উল্লাহ রফিক
কক্সবাজার-৩সাইমুম সরওয়ার কমল
 কক্সবাজার-৪শাহিনা আক্তার চৌধুরী
খাগড়াছড়িকুজেন্দ্র লাল ত্রিপুরা
রাঙ্গামাটিদীপংকর তালুকদার
বান্দরবানবীর বাহাদুর উশৈ সিং
শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *