হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ

■ নাগরিক প্রতিবেদন ■ 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানার হত্যা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার (১৮ মে) রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, “ইমিগ্রেশন পুলিশের তথ্যের ভিত্তিতে আমাদের টিম বিমানবন্দরে গেছে তাকে আনতে। কিছুদিন আগে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে হত্যার চেষ্টার একটি মামলা হয়। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।“

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল (সোমবার) তাকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে।

এর আগে, রোববার (১৮ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেল চারটার দিকে তাকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

নুসরাত ফারিয়াকে আটকের বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এবং ভাটারা থানায় হস্তান্তর করে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *