২০২৬ সালে বিশ্বের যেসব দেশে জাতীয় নির্বাচন 

নাগরিক নিউজ ডেস্ক

২০২৬ সালে বিশ্বে ৪০টিরও বেশি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব দেশের ১৬০ কোটি মানুষ তাদের সরকারপ্রধান নির্বাচন করবেন। বিশ্বের এক পঞ্চমাংশ মানুষ সাধারণ নির্বাচন, রাষ্ট্রপতি, সংসদীয় ও মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবেন। এসব দেশের নির্বাচনের ফলাফল দেশীয় নীতি, অর্থনৈতিক কৌশল ও বিশ্বব্যাপী জোটগুলোকে প্রভাবিত করবে। তাই, বছরব্যাপী এসব নির্বাচনগুলোর দিকে সবার নজর থাকবে।

জানুয়ারি

মিয়ানমারে তিন দফায় ভোটগ্রহণ করা হয়। গত বছরের ২৮ জানুয়ারি প্রথম দফায় ভোটগ্রহণ করা হয়। দ্বিতীয় দফায় ১১ জানুয়ারি, শেষ ধাপে ২৫ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। মিয়ানমারে মোট ৩৩০টি শহরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উগান্ডায় জানুয়ারি মাসের ১৫ তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্তুগালে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ১৮ জানুয়ারি।

ফেব্রুয়ারি

১ ফেব্রুয়ারি কোস্টারিকায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডে সাধারণ নির্বাচন ৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছর শাসনের অবসান ঘটে। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার বাংলাদেশের ভোটাররা একইসঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট ও তাদের সরকার গঠনে ভোট দেবেন। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে নির্বাহী ক্ষমতা সীমিত করার, বিচার বিভাগকে শক্তিশালী করার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচ্ছিন্ন করার প্রস্তাব রয়েছে জুলাই সনদে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ লাওসে ২২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

মার্চ

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে মার্চের ৫ তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দুর্নীতি ও অর্থনৈতিক হতাশার কারণে গত বছরের সেপ্টেম্বরে নেপালে জেন-জি বিক্ষোভ হয়। বিক্ষোভে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে উৎখাত করা হয়। আসন্ন নির্বাচনে ভোটার নিবন্ধনের জন্য প্রচারণা চালাচ্ছেন বিক্ষোভকারীরা। আসন্ন নির্বাচনে আন্দোলনকে রাজনৈতিক প্রভাবে রূপান্তরিত করা, এবং দেশের ভবিষ্যত গঠনে সহায়তা করার সুযোগ রয়েছে বলে প্রচার করছেন নেপালের তরুণরা। এখন দেখা যাক, কী হয়।

মার্চের ১৫ তারিখে ভিয়েতনামে সংসদ নির্বাচন হবে। মধ্য ইউরোপের দেশ ভিয়েতনামে মার্চে ২২ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এপ্রিল

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে এই মাসেই। প্রেসিডেন্ট কে হবেন-এটি নির্ধারণে ১২ এপ্রিল ভোট দেবেন দেশটির জনগণ।

১২ এপ্রিল মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরিতে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক জোট উভয়কেই প্রভাবিত করবে। হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। তিনি যিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) যুদ্ধবাজ বলেছিলেন।

২০১০ সালে টিসজা পার্টির প্রার্থী পিটার ম্যাগিয়ারকে পরাজিত করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ভিক্টর অরবান। তবে এবারের নির্বাচনে তিনি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। ২০২৬ সালের হাঙ্গেরির নির্বাচন গোটা ইউরোপের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। এর ফলাফল দেশটির রাজনৈতিক ভারসাম্য তৈরি করবে। এর মাধ্যমে ইইউ ও রাশিয়ার মধ্যে পরবর্তী সম্পর্ক কেমন হবে তা নির্ধারণ করবে। হাঙ্গেরির রাজনীতি ইউরোপীয় স্থিতিশীলতা ও ইউক্রেনের যুদ্ধের ওপর বিস্তৃত প্রভাব পড়তে পারে বলছেন বিশ্লেষকরা।

এপ্রিল মাসের ১২ তারিখে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় প্রেসিডেন্সিয়াল ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মাসেই জিবুতিতে নির্বাচন হবে। তবে এখনও তারিখ জানা যায়নি।

পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দেতে এই মাসেই নির্বাচন হতে পারে বল ধারণা করা হচ্ছে।

মে

পশ্চিম এশিয়ার দেশ সাইপ্রাসে সংসদ নির্বাচন মে মাসের ২৪ তারিখে অনুষ্ঠিত হবে। 

ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় মে মাসের ৩১ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রোর মেয়াদ শেষ হলেও তিনি আর নির্বাচন করতে পারবেন না। তাই, এবার কলম্বিয়ার জনগণ নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেবেন। এবারের নির্বাচনে হিস্টোরিক প্যাক্ট পার্টির ইভান সেপেদার মুখোমুখি হবেন মধ্যপন্থি সার্জিও ফাজার্দো ও ডানপন্থি আবেলার্দো দে লা এস্প্রিয়েলার। এই নির্বাচন নির্ধারণ করবে কলম্বিয়া সরকারের সঙ্গে সশস্ত্র সংগঠন ফার্সের শান্তি চুক্তির শর্তগুলো। চুক্তিগুলো এগিয়ে নিতে দুর্নীতি মোকাবিলা করতে হবে। নির্বাচনে জয়ী প্রেসিডেন্টকে দেশটিতে চলা ক্রমবর্ধমান সহিংসতা নিয়ন্ত্রণ করতে হবে।

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে মে মাসে সংসদ নির্বাচন হতে পারে। তবে দেশটি এখনো নির্বাচনের তারিখ চূড়ান্ত না করলেও এই মাসেই নির্বাচন হবে।

মে মাসে লেবানের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে চূড়ান্ত তারিখ ঘোষণা করেনি দেশটি। মে মাসের নির্বাচন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ও রাষ্ট্রপতি জোসেফ আউনের সরকারের জন্য প্রথম বড় গণতান্ত্রিক পরীক্ষা। এবারে নির্বাচনে ফল নির্ধারণে হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গত বছর ইসরায়েলের বোমা হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এরপর থেকে লেবাননে হিজবুল্লাহর প্রভাব অনেকটাই কমে যায়। তবে ২০২৬ সালের নির্বাচন তাদের রাজনৈতিক প্রভাব নির্ধারণ করবে। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দেশের সাম্প্রদায়িক ভারসাম্যকে রূপ দিতে পারে এবারের নির্বাচন।

জুন

হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত ইথিওপিয়ায় জুনের ১ তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিম এশিয়ার দেশ আর্মেনিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জুন। এ মাসেই আলজেরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

জুলাই

এ মাসেই ওশেনিয়া মহাদেশের দেশ ফিজিতে নির্বাচন হবে। ২০২৬ সালের জুনের দিকে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদি এই মাসে না হয়; তবে পরের বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগস্ট

আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত দেশ জাম্বিয়ায় আগস্ট মাসে নির্বাচন হবে। এ মাসের ১৩ তারিখে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এই মাসের ৩০ তারিখে ক্যারিবিয়ান সাগর তীরবর্তী দেশ হাইতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেপ্টেম্বর

স্ক্যান্ডিনিভিয়ান দেশ সুইডেনে ১৩ সেপ্টেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আফ্রিকা মহাদেশের দ্বীপ রাষ্ট্র সাও টোমে ও প্রিন্সিপেতে সেপ্টেম্বরে নির্বাচন হওয়া কথা রয়েছে। তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি। উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই মাসে রাশিয়াতেও সংসদ নির্বাচনের কথা রয়েছে। তবে তারিখ জানা যায়নি।

অক্টোবর

ইউরোপের দেশ লাটভিয়ায় ১৩ অক্টোবর সাধারণ নির্বাচন। পরদিন (৪ অক্টোবর) ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থনৈতিক অনিশ্চয়তা, ক্রমবর্ধমান সহিংসতা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি, কংগ্রেস ও রাজ্য সরকার নির্বাচনের জন্য এই মাসে ব্রাজিলের নাগরিকরা ভোট দেবেন।

বর্তমান রাষ্ট্রপতি লুলা ডি সিলভা আবার নির্বাচনের চেষ্টা করছেন। তিনি কারাবন্দি সাবেক রাষ্ট্রপতি জাইর বলসোনারোর ছেলে ফ্ল্যাভিও বলসোনারোর মুখোমুখি হবেন। এই নির্বাচনের ফলাফল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক স্বাভাবিক করতে পারে। দেশটির অভ্যন্তরীণ অর্থনৈতিক ও নিরাপত্তার গতিপথকে এগিয়ে নিতে পারে। ২০২৬ সালের নির্বাচন ল্যাটিন আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর মধ্যে একটি। কারণ, এটি ল্যাটিন রাজনীতিকে ঘুরিয়ে দিতে পারে।

মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলে অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মাসের ২৭ তারিখে ভোটগ্রহণের কথা থাকলেও আরও আগে নির্বাচিত হতে পারে। দেশটিতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য কঠিন পরীক্ষা এবারের নির্বাচন। রাজনীতিতে তিনি টিকে থাকবেন কী না তা নির্ধারণ হবে এই নির্বাচনে। নির্বাচনের আইনি সময়সীমা ২৭ অক্টোবর হলেও নেতানিয়াহু জুনের প্রথম দিকেই নির্বাচনের ঘোষণা দিতে পারেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় লিকুদ পার্টির নেতা নেতানিয়াহুর গোয়েন্দা ব্যর্থতা প্রমাণিত হয়। গাজায় গণহত্যার কারণে অভ্যন্তরীণভাবে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন নেতানিয়াহু।

অক্টোবরে ডেনমার্কে সাধারণ নির্বাচন। এ মাসের ৩১ তারিখে ভোটগ্রহণ করা হবে। বসনিয়া হার্জেগোভিনায় অক্টোবরে হওয়ার কথা রয়েছে। বাহামায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এ মাসেই। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।

নভেম্বর

মার্কিন যুক্তরাষ্ট্রে নভেম্বরের ৩ তারিখে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ৪৩৫টি হাউস আসন ও ১০০টি সিনেট আসনের মধ্যে ৩৫টি আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থার ওপর এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে এই নির্বাচনের ফলাফল। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদে কতটা ক্ষমতা ব্যবহার করতে পারবেন; তা প্রভাবিত হবে।

এ মাসেই বুলগেরিয়ায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডিসেম্বর

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় ৫ তারিখে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মাসের ১৯ তারিখের মধ্যে নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বর মাসের ২২ তারিখে দক্ষিণ সুদানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *